ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাতীয় ঐক্যের আহ্বানে সরকার সাড়া দিচ্ছে না ॥ ফখরুল

প্রকাশিত: ০৬:১৯, ১৫ ডিসেম্বর ২০১৬

জাতীয় ঐক্যের আহ্বানে সরকার সাড়া দিচ্ছে না ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির পক্ষ থেকে দেশে বিরাজমান সঙ্কট নিরসনে বার বার জাতীয় ঐক্যের আহ্বান জানানো হলেও সরকার এ আহ্বানে সাড়া দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধের সময় যারা সরাসরি বিরোধিতা করেছে বিএনপি তাদের বিচার চায়। তবে সেটা যেন রাজনৈতিক উদ্দেশ্যে না হয়। ১৯৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধে যারা সরাসরি বিরোধিতা করেছে, তাদের বিচার অবশ্যই হওয়া উচিত। তিনি বলেন, আমরা এখন স্বাধীনতা ও গণতন্ত্রের মূল্যবোধ হারিয়ে ফেলেছি। এ থেকে বের হওয়ার জন্য গণতন্ত্রের চর্চা করতে হবে। একই সঙ্গে মুক্তবুদ্ধির চর্চা করতে হবে। তাহলে আমাদের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা পাবে। বিএনপি মহাসচিব বলেন, আমাদের দুর্ভাগ্য যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলাম, সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। স্বাধীনতার ৪৬ বছর পর এসে আমাদের গণতন্ত্র অবরুদ্ধ হয়ে পড়েছে। আমরা মুক্ত গণতন্ত্রের জন্য লড়াই করছি। নারায়ণগঞ্জে ভোটাররা ভয়ভীতি মুক্ত হতে পারেনি- রিজভী ॥ নারায়াণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটাররা এখনও ভয়ভীতি মুক্ত হতে পারেনি বলে অভিযোগ করে আবারও সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তবে নির্বাচন কমিশন ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ-দফতর সম্পাদক মনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ।
×