ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শান্তি, স্থিতিশীলতা নিশ্চিত হলেই শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পূরণ হবে ॥ এরশাদ

প্রকাশিত: ০৬:১৯, ১৫ ডিসেম্বর ২০১৬

শান্তি, স্থিতিশীলতা নিশ্চিত হলেই শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পূরণ হবে ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে শান্তি, স্থিতিশীলতা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত হলেই মহান মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পূরণ হবে। তিনি বলেন, এ দেশের শ্রেষ্ঠসন্তানরা দেশমাতৃকার জন্য যে আত্মদান করে গেছেন, তাদের জীবনাদর্শ থেকে শিক্ষাগ্রহণ করতে হবে। বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর সমাবেশে এসব কথা বলেন এরশাদ। জাতীয় পার্টির পক্ষ থেকে সমাবেশের আয়োজন করা হয়। ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার নেতাকর্মীরা এতে যোগ দেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, এক সময় এই বুদ্ধিজীবীদের কবরস্থান অবহেলিত অবস্থায় পড়ে ছিল। জাতীয় পার্টির সরকারের আমলে এখানে সংস্কার করে শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, আমরা দেশের শ্রেষ্ঠসন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাদের আত্মদানের কথা আমরা ভুলতে পারি না। হানাদার বাহিনী এদেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করেই বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। তার দু’দিন পরেই হানাদারদের চূড়ান্ত পতন ঘটে। তিনি বলেন, বিজয়ের প্রাক্কালে আমরা যাদের হারিয়েছি- সেই অভাব কোনদিন পূরণ হবে না। তাদের আত্মদানের শিক্ষা থেকেই আমাদের সবাইকে দেশ গড়ার অঙ্গীকার করতে হবে। মনে রাখতে হবে মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠসন্তান। এমন ঘোষণা অনেক আগেই আমি দিয়েছিলাম। শ্রেষ্ঠসন্তানদের কোন দিনই হৃদয় থেকে মুছে দেয়া যাবে না। জাতি অনন্তকাল তাদের স্মরণ রাখবে। এ সময় সাবেক রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এসএম ফয়সল চিশতী, সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, যুববিষয়ক উপদেষ্টা এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, বাহাউদ্দিন আহমেদ বাবুল, নুরুল ইসলাম নুরু, আলমগীর সিকদার লোটন, আমানত হোসেন আমানত, শওকত চৌধুরী এমপি প্রমুখ।
×