ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যথাযথ মর্যাদায় ঈদ-ই-মিলাদুন্নবী পালিত

প্রকাশিত: ০৬:০৭, ১৫ ডিসেম্বর ২০১৬

যথাযথ মর্যাদায় ঈদ-ই-মিলাদুন্নবী পালিত

স্টাফ রিপোর্টার ॥ যথাযথ ধর্মীয় মর্যাদায় পালিত হয়েছে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা.)। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় আলোচনা সভা, মিলাদ মাহফিলসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের। রাজধানীসহ সারাদেশে বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে মহানবীর জীবনী নিয়ে আলোচনা হয়। এসময় ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে মহনবীর আদর্শ অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করেন ইসলামী বিশেষজ্ঞরা। এছাড়া এ উপলক্ষে বিভিন্ন ব্যক্তি ও সংস্থার পক্ষ থেকে কোরান তেলাওয়াত, জিকির আসকার ও দান-খয়রাতও করা হয়। এ উপলক্ষে বিভিন্ন বেতার, টেলিভিশন চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, আধ্যাত্মিক ও রাজনৈতিক সংগঠন এবং ইসলামিক ফাউন্ডেশনসহ রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচী গ্রহণ করে। এসব কর্মসূচীর মধ্যে ছিল শোভাযাত্রা, মিলাদ মাহফিল, আলোচনা ও কোরানখানি। এ দিনে গুলশান, পল্টন ও জাতীয় প্রেসকøাবের সামনে বিভিন্ন ধর্মীয় ও আর্থ-সামাজিক সংগঠনের হাজার হাজার ধর্মভীরু মানুষ ব্যানারসহ শোভাযাত্রা বের করেন। এ সময় তারা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
×