ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদেশী বন্ধুদের নামে ঢাকায় সড়কের নামকরণের প্রস্তাব

প্রকাশিত: ০৬:০৬, ১৫ ডিসেম্বর ২০১৬

বিদেশী বন্ধুদের নামে ঢাকায় সড়কের নামকরণের প্রস্তাব

বিডিনিউজ ॥ একাত্তরে মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশী বন্ধুদের নামে ঢাকার কূটনৈতিক এলাকায় সড়কের নামকরণের প্রস্তাব দিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবিরের নেতৃত্বে কমিটির একটি প্রতিনিধি দল বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবসে গুলশানে নগর ভবনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের কাছে এ প্রস্তাব দেয়। পরে শাহরিয়ার কবির সাংবাদিকদের বলেন, ‘মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ সরকারের অনন্য পুরস্কারে ভূষিত শ্রীমতি ইন্দিরা গান্ধীর জন্মশতবার্ষিকী ২০১৬-১৭ সালে পালিত হচ্ছে। তাই এ বছরই কূটনৈতিক এলাকায় একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম তার নামে করার প্রস্তাব করছি। ভারতসহ অন্য দেশের রাষ্ট্রনায়ক, সরকারপ্রধান, রাজনীতিবিদ, সমরনায়ক, শিল্পীদের নামেও কূটনীতিক এলাকায় সড়ক করা প্রয়োজন। এতে বিদেশী পর্যটকদের কাছে দেশের আকর্ষণ বাড়বে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।’ পরে মেয়র আনিসুল বলেন, ‘এ বিষয়ে কোন প্রশ্ন বা চিন্তার অবকাশ নেই। তারা এইটুকু মর্যাদার দাবি রাখেন। আমাদের যারা বাঁচতে সাহায্য করেছেন, তাদের মরণোত্তর হলেও কিছু সম্মান দেখানো উচিত। দেশের কয়েকজন মুক্তিযোদ্ধার নামেও সড়ক করার প্রস্তাব ডিএনসিসিতে এসেছে। সিটি কর্পোরেশনের একটি কার্যকরী কমিটি সড়কের নাম ঠিক করে থাকে। তবে বিদেশীদের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে নেয়া ভাল হবে।’ শাহরিয়ার কবির বলেন, ‘ভারত ও পাকিস্তানে বিদেশী বন্ধুদের নামে আমি এ ধরনের সড়কের নামকরণ করতে দেখেছি। এমনকি কলকাতায়ও বঙ্গবন্ধুর নামে একটি সড়ক রয়েছে।’ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সড়কের নামকরণের জন্যÑ ভারতের জগজিৎ সিং আরোরা, অটলবিহারী বাজপেয়ী, পন্ডিত রবিশঙ্কর, অন্নদাশঙ্কর রায়, ওয়াহিদা রেহমান, রাশিয়ার লিওনিদ ব্রেজনেভ, আলেক্সেই কোসিগিন, কিউবার ফিদেল ক্যাস্ত্রো, সাবেক যুগোশ্লাভিয়ার জোশেফ টিটো, যুক্তরাষ্ট্রের এ্যাডওয়ার্ড কেনেডি, জর্জ হ্যারিসন, এ্যালেন গিনসবার্গ, জোয়ান বায়েজ, এ্যাডওয়ার্ড হিথ, যুক্তরাজ্যের পিটার সোর, মার্ক টালি, জার্মানির উইলি ব্রান্ড, ফ্রান্সের আঁদ্রে মালরো, সুইডেনের গুনার মিরডাল, আয়ারল্যান্ডের শন ম্যাকব্রাইড, নোরা শরিফ, ডেনমার্কের কার্সটেন ওয়েস্টারগার্ড, ইতালির শহীদ ফাদার মারিও ভেরোনিস, আর্জেন্টিনার ভিক্টোরিয়া ও’কাম্পো, অস্ট্রেলিয়ার উইলিয়াম ওডারল্যান্ড (বীরপ্রতীক), জিওফ্রে ডেভিস, নেপালের বিশ্বেশ্বর প্রসাদ কৈরালা, ভুটানের রাজা জিগমে দোরজি ওয়াংচুক, জাপানের তাকাশি হায়াকাওয়া, তাকাওশি সুজুকি, মিসরের রিফাত মোহাম্মদ সাঈদ ও পাকিস্তানের আবদুল গাফফার খানের নামে প্রস্তাব করেছে। অন্যদের মধ্যে শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ফেরদৌসী প্রিয়ভাষিণী ও অধ্যাপক মুনতাসীর মামুন প্রতিনিধি দলে ছিলেন।
×