ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চোর সন্দেহে গণপিটুনিতে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৬:০৩, ১৫ ডিসেম্বর ২০১৬

চোর সন্দেহে গণপিটুনিতে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের মনিরামপুরে চোর সন্দেহে গণপিটুনিতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মনিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম (৩৫) উপজেলার বালিধা পাচাকড়ি গ্রামের লিয়াকত সরদারের ছেলে ও খুলনার ফুলতলা এলাকার সুপার জুট মিলের শ্রমিক। স্থানীয়রা জানান, সোমবার মধ্যরাতে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের মাহমুদকাটি মধ্যপাড়া গ্রামের একটি দোকানের শার্টার ভেঙ্গে চুরির চেষ্টা করে দুর্বৃত্তরা। টের পেয়ে দোকান মালিকসহ স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। এ সময় গ্রামবাসীর কাছে ধরা পড়া রবিউলকে তারা গণপিটুনি দেয়। গণপিটুনির পর তাকে ফেলে রাখা হয়। মঙ্গলবার দুপুরে তাকে উদ্ধার করে থানায় নেয়ার পথে মৃত্যু হয়। মনিরামপুর থানার উপ-পরিদর্শক নাসির উদ্দিন জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
×