ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় একই সঙ্গে তিন সন্তানের জন্ম

প্রকাশিত: ০৬:০২, ১৫ ডিসেম্বর ২০১৬

মাগুরায় একই সঙ্গে তিন সন্তানের জন্ম

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৪ ডিসেম্বর ॥ মাগুরায় এক মা এক সঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন । এর মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে । জেলার মহম্মদপুর উপজেলার রাজপাট গ্রামের সুজন বিশ্বাসের স্ত্রী গৃহবধূ সুজাতা রানী বিশ্বাস (২৫) একই সঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার সকালে মাগুরা শহরের ভিআইপি ক্লিনিক নামে একটি বেসরকারী ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয় তিন নবজাতক । বর্তমানে মা ও তার ৩ সন্তান সুস্থ রয়েছে। অপারেশনকারী গাইনি চিকিৎসক ডাঃ শহিদুর রহমান জানান, অপারেশনের মাধ্যমে গৃহবধূর গর্ভ থেকে নবজাতক তিনটিকে ভূমিষ্ঠ করা হয়। দুটি বাচ্চার ওজন দুই কেজি ছয় শ’ গ্রাম ও একটির ওজন দুই কেজি দুই শ’ গ্রাম হয়েছে। এক সঙ্গে তিনটি বাচ্চা জন্ম নেয়ায় সুজন বিশ্বাসের পরিবারের সকলে খুশি। তিন সন্তানের নাম রাখা হয়েছে সৈকত, সায়ন্তিকা ও শোভন। এক সঙ্গে জন্ম নেয়া তিন বাচ্চাকে দেখতে ওই ক্লিনিকে বহু মানুষ ভিড় করেন।
×