ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্মারক জালিয়াতি মামলা

রাগীব আলী ও তার ছেলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

প্রকাশিত: ০৬:০১, ১৫ ডিসেম্বর ২০১৬

রাগীব আলী ও তার ছেলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের তারাপুর চা বাগান দখলে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি মামলায় শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে এ সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, জালিয়াতি মামলায় ১৪ সাক্ষী ছিলেন। এর মধ্যে ১২ জনের সাক্ষ্য আগেই গ্রহণ করা হয়েছিল। বুধবার আরও দুজনের সাক্ষ্যগ্রহণ করা হয়। এর আগে, গত ৪ ডিসেম্বর আসামিদের আবেদনের প্রেক্ষিতে জালিয়াতি মামলায় পুনরায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। একইদিন প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাত মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। উল্লেখ্য, প্রতারণার মাধ্যমে সিলেটের তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকার ভূমি আত্মসাত এবং ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির আলোচিত দুটি মামলায় রাগীব আলী ও তার ছেলেমেয়েসহ ছয়জনের বিরুদ্ধে গত ১০ আগস্ট গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। স্মারক জালিয়াতির মামলায় রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। প্রতারণার মামলায় রাগীব আলী, ছেলে আবদুল হাই, জামাতা আবদুল কাদির, মেয়ে রুজিনা কাদির, রাগীব আলীর আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদ, তারাপুর চা বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
×