ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাঁওতাল পল্লীতে কারা আগুন দিয়েছে তা তদন্তের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ০৬:০১, ১৫ ডিসেম্বর ২০১৬

সাঁওতাল পল্লীতে কারা আগুন দিয়েছে তা তদন্তের নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে উচ্ছেদ অভিযানের সময় ঘরে আগুন দেয়ার ঘটনায় কারা জড়িত, পুলিশের কোন সদস্য জড়িত কি না, তা তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিমের প্রতি এই নির্দেশ দেয়া হয়েছে। অর্থ পাচারের অভিযোগে দুই মামলায় (নিম্ন) বিচারিক আদালতে অভিযোগ গঠনের বিরুদ্ধে ডেসটিনির দুই কর্মকর্তার আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপীল আবেদনের ওপর কোন আদেশ দেয়নি আপীল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে আগামী ৮ জানুয়ারি শুনানির দিন নির্ধারণ করে আবেদনটি আপীল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে সাংবাদিকদের প্লট বরাদ্দের অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। অন্যদিকে ইংরেজী মাধ্যম স্কুলের টিউশন ফি’র ওপর আরোপ করা ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদনে সাড়া মেলেনি। তলব আদেশে হাইকোর্টে হাজিরা দিয়েছেন খাদ্য সচিব ও খাদ্য অধিদফতরের মহাপরিচালক। বুধবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। সাঁওতাল পল্লীতে উচ্ছেদ অভিযানের সময় ঘরে আগুন দেয়ার ঘটনায় কারা জড়িত, পুলিশের কোন সদস্য জড়িত কি না, তা তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার শুনানি শেষে হাইকোর্ট এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ৮ জানুয়ারি দিন ধার্য করেছেন। একই সঙ্গে স্বপন মুর্মু ও থমাস হেমব্রমের করা মামলা পুলিশের তদন্ত সংস্থাকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে গত ২৬ নবেম্বর স্থানীয় সাঁওতাল টমাস হেমব্রমের থানায় করা আবেদনকে মামলা (এফআইআর) হিসেবে গ্রহণ করে তদন্তের জন্য রংপুর রেঞ্জের ডিআইজিকে নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশ সুপারের নিচে নয় এমন কোন কর্মকর্তার তত্ত্বাবধানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এই মামলার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের করা এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। আদালতে বুধবার আসকের পক্ষে শুনানি করেন আবু ওবায়েদুর রহমান, মাহজাবিন রব্বানী, সামিউল আলম সরকার ও অবন্তী নূর। এছাড়া সাঁওতালদের পক্ষে আরও ছিলেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। আদেশ প্রদান করেনি ॥ অর্থ পাচারের অভিযোগে দুই মামলায় (নিম্ন) বিচারিক আদালতে অভিযোগ গঠনের বিরুদ্ধে ডেসটিনির দুই কর্মকর্তার আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপীল আবেদনের ওপর কোন আদেশ দেয়নি আপীল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে আগামী ৮ জানুয়ারি শুনানির দিন নির্ধারণ করে আবেদনটি আপীল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। ফলে তাদের বিরুদ্ধে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রয়েছে আপীল বিভাগের চেম্বার আদালতে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের আবেদনের বিষয়ে বুধবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নো অর্ডার দেন। আদালতে ডেসটিনির দুই কর্মকর্তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। অপরদিকে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। মামলা স্থগিতের আদেশ ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ স্থগিতাদের দেন। রুলে বিচারিক আদালতে এ মামলার অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রায় স্থগিত হয়নি ॥ ইংরেজী মাধ্যম স্কুলের টিউশন ফি’র ওপর আরোপ করা ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদনে সাড়া মেলেনি। বুধবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আগামী ২ জানুয়ারি রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানির জন্য দিন নির্ধারণ করে তা আপীল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে গত ১২ ডিসেম্বর বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মজিবুর রহমান মিয়ার হাইকোর্ট বেঞ্চ ইংরেজী মাধ্যম স্কুলের টিউশন ফির ওপর আরোপ করা ভ্যাট অবৈধ ঘোষণা করেন। রায়ের পর ইংরেজী মাধ্যম স্কুলের আইনজীবী ড. শাহদীন মালিক জানিয়েছিলেন, রায়ের ফলে ২০১৭ সালের জানুয়ারি থেকে আর এই ভ্যাট নেয়া যাবে না। ২০১২ সালে সরকার ইংরেজী মাধ্যমের শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর ৪ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করে। গত বছর তা বাড়িয়ে ৭ দশমিক ৫ শতাংশ করা হয়। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সানবীম স্কুলের শিক্ষার্থী ফাইজুল ইসলাম ও সানিডেল স্কুলের শিক্ষার্থী সেলিম আজমের অভিভাবকরা ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর হাইকোর্টে একটি রিট দায়ের করেন। খাদ্য সচিবের হাজিরা ॥ তলব আদেশে হাইকোর্টে হাজিরা দিয়েছেন খাদ্য সচিব এ এম বদরুদ্দোজা ও খাদ্য অধিদফতরের মহাপরিচালক মোহম্মদ বদরুল হাসান। উচ্চ আদালতের নির্দেশের পরও সাত চাকরি প্রার্থীকে নিয়োগ না দেয়ায় তাদের তলব করা হয়। ওই তলব আদেশে সোমবার তারা আদালতে হাজির হন। আদালতের জিজ্ঞাসার জবাবে খাদ্য সচিব বলেন, খাদ্য পরিদর্শক পদে সাতজনের মধ্যে দুইজনকে নিয়োগ দেয়া হয়েছে। বাকি পাঁচজনকে নিয়োগের জন্য পিএসসিতে সুপারিশ পাঠানো হয়েছে। অবকাশের মধ্যেই এই নিয়োগ দেয়া সম্ভব হবে। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহম্মদ খসরুজ্জামানের ডিভিশন বেঞ্চে আজ এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। খাদ্য সচিবের পক্ষে মোহম্মদ ইদ্রিসুর রহমান ও রিটকারীর পক্ষে ব্যারিস্টার ইব্রাহিম খলিল শুনানি করেন।
×