ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিজয় দিবসে বিশেষ নিরাপত্তা বলয়, সিসি ক্যামেরা

প্রকাশিত: ০৫:৫২, ১৫ ডিসেম্বর ২০১৬

বিজয় দিবসে বিশেষ নিরাপত্তা বলয়, সিসি ক্যামেরা

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আগারগাঁও জাতীয় প্যারেড স্কয়ার, সাভার জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গভবনের আশপাশের এলাকায় যানবাহন চলাচলের ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। সেই সঙ্গে রাজধানীসহ সারাদেশে থাকছে নজিরবিহীন নিরাপত্তা। বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হচ্ছে ধর্মীয় উপাসনালয়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, যুদ্ধাপরাধ মামলার সঙ্গে সম্পৃক্ত বিচারক, প্রসিকিউটর ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। রাজধানীতে অসংখ্য সিসি ক্যামেরা ও বিশেষ বিশেষ স্থাপনার প্রবেশ পথে বসানো হয়েছে আর্চওয়ে মেটালডিটেক্টর। গোয়েন্দা সূত্রে জানা গেছে, গুলশানের হলি আর্টিজানে হামলাসহ নানা কারণে এবার বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হচ্ছে রাজধানীসহ দেশের বিশেষ বিশেষ ধর্মীয় উপাসনালয়, কেন্দ্রীয় শহীদ মিনার, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, জাতীয় যাদুঘর, ধানম-ির ঘটনাবহুল ঐতিহাসিক ৩২ নম্বর বঙ্গবন্ধু যাদুঘর, সচিবালয়, ঢাকার কেরানীগঞ্জ ও গাজীপুরের কেন্দ্রীয় কারাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। সেই সঙ্গে যুদ্ধাপরাধ মামলার সঙ্গে সম্পৃক্ত বিচারক, প্রসিকিউটর, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রিপরিষদ সদস্য, দেশী-বিদেশী কূটনীতিক, উর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বিশেষ নিরাপত্তার মধ্যে রাখা হচ্ছে। যেসব রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকবে ॥ বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এজন্য শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত প্যারেড স্কয়ার সংলগ্ন সকল রাস্তায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবর্গের স্টিকারযুক্ত যানবাহন ব্যতীত অন্যান্য সকল প্রকার যানবাহন যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। * খেজুর বাগান ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং-রোকেয়া সরণি হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত। * শ্যামলী শিশুমেলা ক্রসিং থেকে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণি পর্যন্ত। * প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের নতুন সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড পর্যন্ত। * বিজয় সরণি ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত। * প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ থেকে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) ক্রসিং পর্যন্ত। প্যারেড স্কয়ারে আমন্ত্রিত অতিথিবর্গের জন্য নির্দেশনা ॥ * বিজয় দিবস কুচকাওয়াজ-২০১৬ এর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আমন্ত্রণপত্রের সঙ্গে সরবরাহকৃত ক-বিশেষ, ক-১, ক-২, সক, সক-১, শ, বিনা, সক-২, সব, ম-১, ম-২ ও সম অক্ষরের স্টিকার গাড়ির উইন্ড স্ক্রিনে যথাযথ স্থানে প্রদর্শন করার জন্য অনুরোধ করা হয়েছে। * ক-বিশেষ, ক-১, ক-২, সক-১, শ, বিনা, সক-২, সব, ম-১, ম-২ ও সম অক্ষরের স্টিকারযুক্ত যানবাহনসমূহকে বেগম রোকেয়া সরণি হয়ে আমন্ত্রণপত্রের পথ নির্দেশনা অনুযায়ী নির্ধারিত প্রবেশ গেট দিয়ে প্যারেড স্কয়ার কুচকাওয়াজ এলাকায় প্রবেশ করতে এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্তৃক নির্দেশিত স্থানে গাড়ি পার্কিং করার জন্য অনুরোধ করা হয়েছে। * আমন্ত্রিত অতিথিবর্গের যানবাহনের চালকদের নিজ নিজ গাড়িতে অবস্থান করার জন্য পরামর্শ দেয়া হয়েছে। * সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে ঢাকা থেকে আমিন বাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ভোর চারটা থেকে ভিভিআইপি, ভিআইপি ও আমন্ত্রিত অতিথিগণ সাভার স্মৃতিসৌধে গমনাগমন করবেন। এ উপলক্ষে ওইদিন রাত সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সাভার আমির বাজার রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকবে। যেসব রাস্তায় যানবাহন চলাচল করবে ॥ বাস, মিনিবাস, ট্রাক, লরীসহ বড় গাড়িসমূহকে গাবতলী আমিন বাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করার জন্য অনুরোধ করা হয়েছে। একইভাবে আরিচা থেকে আমিন বাজার হয়ে ঢাকাগামী গাড়ির চালক, ব্যবহারকারীকে যানবাহনকে সাভারের নবীনগর বাজার থেকে আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহনসমূহ কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশের পরামর্শ দেয়া হয়েছে। বঙ্গভবনের আশপাশের যানবাহন চলাচলে বিধি নিষেধ ॥ মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, সামরিক, আধা-সামরিক, দেশী-বিদেশী কূটনৈতিকবৃন্দ, খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। উক্ত অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য বঙ্গভবনের আশপাশ এলাকায় যানবাহন চলাচলেও বিধি নিষেধ আরোপ করা হয়েছে। যেসব রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকবে ॥ * মহান বিজয় দিবসে দুপুর ১২টা থেকে বঙ্গভবনের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আশপাশের রাস্তায় যানবাহন চলাচলে বিধি নিষেধ থাকছে। * জিরো পয়েন্ট থেকে গুলিস্তান আন্ডারপাস-রাজউক ক্রসিং পর্যন্ত সকল প্রকার বাণিজ্যিক যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু ফ্লাইওভার ব্যবহারকারী যানবাহনসমূহ প্রবেশ করতে পারবে। * আহাদ পুলিশ বক্স থেকে টিকাটুলী মোড় পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। * মতিঝিল আলিকো (আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি) গ্যাপ থেকে মতিঝিল দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। * বঙ্গভবনের সামনের পার্ক রোডের উত্তর মাথা থেকে টিকাটুলী মোড় অভিমুখী কোন প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। যেসব রাস্তায় যানবাহন চলাচল করতে পারবে ॥ শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী সকল বাস দৈনিক বাংলা, ইফবিএল ক্রসিং, প্রেসক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে কিংবা অন্য কোন সুবিধাজনক বিকল্প রাস্তা দিয়ে চলাচল করতে পারবে। * দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখী ও ২৪ তলা থেকে রাজউক অভিমুখী সকল প্রকার বাণিজ্যিক যানবাহন চলাচল বন্ধ থাকবে।
×