ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু

প্রকাশিত: ০৫:৫০, ১৫ ডিসেম্বর ২০১৬

মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু

স্টাফ রিপোর্টার ॥ দেশে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। শহর এলাকায় মাঝারি মাত্রার এবং গ্রামে অনুভূত হচ্ছে তীব্র শীত। কুয়াশা ও ঠা-া বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। দেশের সব ক’টি জেলাতেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য হ্রাস পেয়েছে, যা তীব্র শীতের অন্যতম কারণ। শীতজনিত কারণে হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে। ঠাকুরগাঁওয়ে শীতজনিত কারণে চার শিশুর মৃত্যু হয়েছে। শীতজনিত রোগ ও নিপা ভাইরাসের বিষয়ে সতর্ক করে দিয়েছেন চিকিৎসকরা। শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে পড়েছে ছিন্নমূল ও দরিদ্র মানুষ। শীতবস্ত্রের দোকানগুলোতে বেড়েছে ক্রেতার ভিড়। আবহাওয়া অধিদফতর জানায়, কুয়াশার কারণে এখন উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে শীত একটু বেশি অনুভূত হচ্ছে। তবে শীতের মৌসুম চলে আসায় পর্যায়ক্রমে শীত আরও বাড়বে। জানুয়ারিতে বয়ে যাবে তীব্র শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদফতর জানায়, ডিসেম্বর মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২টি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দেশের প্রধান নদ-নদীসমূহে পানি প্রবাহ স্বাভাবিক থাকবে। এভাবে আগামী জানুয়ারি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম ও মধ্যাঞ্চলে ১ থেকে ২ টি মাঝারি ও তীব্র ধরনের শৈত্যপ্রবাহ এবং অন্যত্র ২ থেকে ৩ টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দেশের নদ-নদী অববাহিকায় মাঝারি/ ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা/ মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর ফেব্রুয়ারি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ওই মাসের প্রথমার্ধে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১ টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ওই মাসের প্রথমার্ধে দেশের নদ-নদী অববাহিকা ও অন্যত্র সকালের দিকে হালকা/ মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা আছে । দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১/২ দিন বজ্রঝড় হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর।
×