ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বর্ষসেরা নারী ক্রিকেটার সুজি বেটিস

প্রকাশিত: ০৪:৩২, ১৫ ডিসেম্বর ২০১৬

বর্ষসেরা নারী ক্রিকেটার সুজি বেটিস

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) ওয়ানডে ও টি২০ দুই ফরমেটে বর্ষসেরা নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন নিউজিল্যান্ডের অধিনায়ক সুজি বেটিস। এর আগে কোন নারী ক্রিকেটার এমন রেকর্ডের জন্ম দিতে পারেননি। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ব মঞ্চে পারফর্মেন্সের বিচারে এই এ্যাওয়ার্ড দেয়া হয়। এ সময় ৭ ওয়ানডে ম্যাচে ৯৪ দশমিক ৪০ গড়ে ৪৭২ রান করেন ২৯ বছর বয়সী। পাশাপাশি বল হাতে নেন ৮ উইকেট। বেটিসের চাইতে ওয়ানডেতে বেশি রান করেছেন কেবল দক্ষিণ আফ্রিকার তৃশা চেটি। ১০ ম্যাচের ইনিংসে ৫০৬ রান তার। আর বোলিংয়ে বেটিসের চেয়ে বেশি উইকেট নিয়েছিলেন তারই স্বদেশী এরিন বার্নিংহাম (১৪)। টি২০ ফরমেটেও উজ্জ্বল বেটিস। ৪ হাফ সেঞ্চুরিতে ৪২৯ রান করেছেন। গড় ৪২.৯০। ‘আমি সত্যিই অবাক হয়েছি এবং আনন্দিত হয়েছি। কারণ আমি দু’টি ফরমেটেরই বর্ষসেরা খেলোয়াড়। এমন এ্যাওয়ার্ড ভবিষ্যতে আরও ভাল খেলতে উৎসাহ যোগাবে।’ টেস্টের নেতৃত্ব ছাড়লেন ডি ভিলিয়ার্স স্পোর্টস রিপোর্টার ॥ চাপ, ক্ষোভ বা ব্যর্থতা নয়, ভবিষ্যতের কথা ভেবেই দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন এবি ডি ভিলিয়ার্স। ইনজুরির কারণে অনিয়মিত হয়ে পড়েছেন তুখোড় এই প্রোটিয়া তারকা। তার অনুপস্থিতিতে ফ্যাফ ডুপ্লেসিসের নেতৃত্বে সম্প্রতি শক্তিধর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টেস্ট দুটি সিরিজেই জয় পায় প্রোটিয়ারা। ফ্যাফকে স্থায়ী টেস্ট অধিনায়ক হিসেবে দেখতে চান এবি, তিনি বলেন ‘দলের স্বার্থই সবসময় ব্যক্তিগত স্বার্থের চেয়ে এগিয়ে। টেস্ট দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ পাওয়াটা ছিল দারুণ। কিন্তু আমি দুটি সিরিজ মিস করেছি, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিয়েও সংশয় আছে। বাংলাদেশ বিমানের বার্ষিক ক্রীড়া স্পোর্টস রিপোর্টার ॥ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বার্ষিক অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা বুধবার থেকে শুরু হয়েছে। বিমানের পরিচালক প্রশাসন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি বেলায়েত হোসেন পাঁচদিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় বিমানের ৮টি পরিদফতর, ব্যবস্থাপনা পরিচালকের সচিবালয় এবং চট্টগ্রাম, সিলেট ও যশোর স্টেশনে কর্মরত বিমানের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তান-সন্ততিগণ অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতায় দাবা, ক্যারম, কন্ট্রাক্টব্রিজ ও টেবিল টেনিসসহ মোট ১০টি ইভেন্ট রয়েছে। নকআউট পর্বে উঠতে ব্যর্থ বাংলাদেশের কিশোররা সুপার মক কাপ স্পোর্টস রিপোর্টার ॥ মালয়েশিয়ার কুয়ালালামপুরের চলমান সুপার মক কাপে নিজেদের তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচে হেরে গেছে বাংলাদেশ অনুর্ধ-১৪ ফুটবল দল। বুধবার অনুষ্ঠিত ম্যাচে জাপানি ক্লাব কাওয়াসাকি ফ্রন্টালের কাছে ১-২ গোলে হারে বাংলাদেশী কিশোররা। এই হারে প্রতিযোগিতার নকআউট স্টেজ থেকে ছিটকে পড়ল বাংলাদেশ দল। এখন তাদের তাই প্লেট পর্বে খেলতে হবে।
×