ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইংলিশ প্রিমিয়ার লীগ

আর্সেনাল-লিচেস্টারের হার

প্রকাশিত: ০৪:৩১, ১৫ ডিসেম্বর ২০১৬

আর্সেনাল-লিচেস্টারের হার

স্পোর্টস রিপোর্টার ॥ এই মৌসুমের শুরু থেকেই দুর্বার আর্সেনাল। টানা ১৪ ম্যাচে অপরাজিত থাকে তারা। মঙ্গলবার এভারটনের বিপক্ষেও তাই ফুরফুরে মেজাজে খেলতে নেমেছিল গানাররা। প্রতিপক্ষের বিপক্ষে এদিন জয় পেলেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করবে আর্সেন ওয়েঙ্গারের দল। কিন্তু এভারটনের মাঠ থেকে উল্টো পরাজয় নিয়ে ফিরেছে তারা। চলতি মৌসুমে প্রিমিয়ার লীগে এটা তাদের দ্বিতীয় পরাজয়। এই হারের ফলে শীর্ষে উঠার সুযোগও হারাতে হয়েছে গানারদের। দিনের অন্য ম্যাচে হার নিয়ে মাঠ ছেড়েছে লিচেস্টার সিটিও। বোর্নমাউথের মাঠ থেকে এদিন ১-০ গোলে লজ্জাজনকভাবে হেরেছে ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। তবে এই হারে পয়েন্ট টেবিলের স্থান পরিবর্তন হয়নি ১৪ নাম্বারে থাকা লিচেস্টার সিটির। মঙ্গলবার এভারটনের মাঠে আতিথ্য নেয় আর্সেন ওয়েঙ্গারের দল। তবে স্বাগতিক সমর্থকদের হতাশায় ডুবিয়ে প্রথমে এগিয়ে গিয়েছিল আর্সেনালই। ম্যাচ শুরুর ২০ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে দলকে প্রথম এগিয়ে দেন আর্সেনালের চিলিয়ান তারকা এ্যালেক্সিস সানচেজ। কিন্তু বিরতিতে যাওয়ার ঠিক আগে দুর্দান্ত এক হেডে গোল করে এভারটনকে সমতায় ফেরান সিয়ামুস কোলম্যান। এরপর দ্বিতীয়ার্ধে কোন দল গোল করতে না পারলে ড্রনিয়েই শেষ করার স্বপ্ন দেখতে শুরু করে দেন দুই দলের সমর্থকরা। কিন্তু ম্যাচের বয়স যখন ৮৬ মিনিট তখনই আর্সেনালের জালে বল জড়িয়ে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসার উপলক্ষ এনে দেন এভারটনের এ্যাশলে উইলিয়ামস। চলতি মৌসুমে লীগে তার এটাই প্রথম গোল। ১৫ ম্যাচ খেলে তার করা প্রথম গোলেই জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক এভারটন। ম্যাচের অতিরিক্ত সময় দ্বিতীয়বারের মতো ভুল করায় লালকার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় এভারটনের ফিল জাগিয়েলকাকে। কিন্তু তার আগেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায় তাদের। গত অক্টোবরের পর এই প্রথম পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছেড়েছে এভারটন। এই ম্যাচ জেতায় পয়েন্ট টেবিলেও অগ্রগতি হয়েছে তাদের। ১৬ ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে তারা। ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা চেলসির দখলে ৩৭ পয়েন্ট। ম্যাচ শেষে শিষ্যদের পারফর্মেন্সের ভূয়সী প্রশংসা করেছেন এভারটনের কোচ কোম্যান। এ বিষয়ে তিনি বলেন, ‘বাস্তবিকপক্ষেই ম্যাচটা খুব ভাল ছিল। আমরা আমাদের শক্তিমত্তা প্রদর্শন করতে পেরেছি। দেখিয়েছি যে কিভাবে খেলতে হয়। আমাদের পারফর্মেন্সে প্রতিজ্ঞা এবং আক্রমণাত্মক উভয়ই ছিল। আপনি গ্যালারিতে আসা দর্শকদের সমর্থনও দেখেছেন। এক কথায় অসাধারণ।’ আর্সেনাল ছাড়াও এদিন পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে লিচেস্টার সিটি। দিনের অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের পরাজয়ের লজ্জা দিয়েছে খর্বশক্তির দল বোর্নমাউথ। মার্ক পুগের একমাত্র গোলে হার মানে ক্লদিও রানিয়েরির দল। গত মৌসুমে রূপকথার জন্ম দিয়ে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো লীগ চ্যাম্পিয়ন হয় লিচেস্টার সিটি। অথচ এবার মৌসুমের শুরু থেকেই খেই হারিয়ে ফেলে ক্লাবটি। এবার লীগ শিরোপা ধরে রাখা তো দূরের কথা বর্তমানে লীগ টেবিলের শীর্ষ পনেরতেই নেই তারা। বোর্নমাউথের কাছে হারটা মেনে নিতে পারছেন না ক্লাবটির অভিজ্ঞ কোচ ক্লদিও রানিয়েরি। এ বিষয়ে তিনি বলেন, ‘ম্যাচের ফলাফল খুবই বাজে হয়েছে। কারণ বোর্নমাউথের চেয়েও আমরা বেশি সুযোগ তৈরি করেছিলাম।’ তবে এখনই আশা ছেড়ে দিচ্ছে না ইংলিশ ক্লাবটি। এ বিষয়ে রানিয়েরি বলেন, ‘এই পর্যায় থেকেও যদি আমরা লড়াই করতে চাই তাহলে যতদ্রুত সম্ভব আমাদের ভাল ফলাফল বের করে আনতে হবে।’ গত মৌসুমের শুরু থেকেই দাপট দেখিয়ে শিরোপা জিতেছিল লিচেস্টার সিটি। এ বছরে অবশ্য শিরোপার লড়াইয়ে রয়েছে বেশ কয়েকটি দল। চেলসি, আর্সেনাল, লিভারপুল এবং ম্যানসিটি প্রত্যেকেই শীর্ষ চারে দারুণভাবে লড়াই চালিয়ে যাচ্ছে।
×