ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেই আফগান ক্ষুদে ভক্ত মুরতাজা আহমাদিকে ভালবাসার প্রতিদান দিলেন মেসি, দোহায় নেইমার, সুয়ারেজরা জিতলেন গোল্ড কাপ, বার্সিলোনা ৫-৩ আল-আহলি

আট গোলের ম্যাচে বার্সিলোনার জয়

প্রকাশিত: ০৪:৩১, ১৫ ডিসেম্বর ২০১৬

আট গোলের ম্যাচে বার্সিলোনার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ তিন সেরা তারকা ‘এমএসএন’ খ্যাত লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারের নৈপুণ্যে ভর করে ক্লাবপ্রীতি ম্যাচে রোমঞ্চকর জয় পেয়েছে বার্সিলোনা। মঙ্গলবার রাতে কাতারের দোহায় স্বাগতিক ক্লাব আল-আহলিকে ৫-৩ গোলে হারিয়েছে অতিথি বার্সা। কাতালানদের হয়ে গোল করেন দলের সেরা তিন তারকাই। প্রীতিম্যাচ হলেও একটি শিরোপা ঘরে তুলেছে বার্সিলোনা। ‘ম্যাচ অব চ্যাম্পিয়ন্সে’র তকমা পাওয়া ম্যাচটি জিতে কাতালানরা পেয়েছে একটি গোল্ড কাপ। যা বিশেষভাবেই বানানো হয়েছিল এই ম্যাচটির জন্য। আরেকটি কারণে ম্যাচটি বেশ আবেগী ছিল। মেসির সেই ক্ষুদে ভক্ত আফগানিস্তানের মুরতাজা আহমাদি ম্যাচের আগে মেসির সঙ্গে সরাসরি দেখা করেন। প্লাস্টিক মেসি খ্যাত মুরতাজার সঙ্গে অনেকগুলো ভালবাসা মিশ্রিত ছবি তোলেন আর্জেন্টাইন অধিনায়ক। স্বপ্নের তারকাকে সামনাসামনি দেখতে পেয়ে খুশিতে আত্মহারা হয়েছেন মুরতাজা। আল-আহলির বিরুদ্ধে ম্যাচের ১৭ মিনিটের মধ্যেই তিন গোলে এগিয়ে যায় বার্সা। আট মিনিটে মেসির ক্রস থেকে হেড করে ম্যাচের প্রথম গোলটি করেন সুয়ারেজ। দুই মিনিট পর মেসি নিজেই করেন নিজের প্রথম ও ম্যাচের দ্বিতীয় গোল। ১৭ মিনিটে জাদু দেখান নেইমার। বাঁকানো এক শটে বল জড়ান ব্রাজিলিয়ান তারকা। ৩২ মিনিটে তিনজনকেই মাঠ থেকে তুলে নেন বার্সা কোচ লুইস এনরিকে। তাতেও অবশ্য গোলের বন্যা বইয়ে দিতে কোন সমস্যা হয়নি কাতালানদের। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় কাতারের শীর্ষ ক্লাব আল-আহলি। ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এশিয়ার বর্ষসেরা ফুটবলার ওমর আবদুর রহমান। এরপর বার্সিলোনার পক্ষে আরও দুই গোল করেন পাকো আলেসার ও রাফিনহা। ৫-১ গোলে এগিয়ে যাওয়ার পর জয়টা নিশ্চিতই হয়ে যায় স্প্যানিশ পরাশক্তিদের। ম্যাচের ৬০ ও ৬৫ মিনিটে সৌদি ফরোয়ার্ড মোহান্নাদ আসিরি আরও দুই গোল করেন আহলির পক্ষে। শেষ পর্যন্ত ৫-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। কাতার এয়ারওয়েজের সঙ্গে স্পন্সরশিপ চুক্তির অংশ হিসেবে এই ম্যাচ খেলে বার্সিলোনা। আগামী বছরের জুনে শেষ হবে তাদের চুক্তির মেয়াদ। চলতি বছরের শুরুতে প্লাস্টিকের ব্যাগ দিয়ে লিওনেল মেসির জার্সি বানিয়ে ফুটবল বিশে হৈচৈ ফেলে দিয়েছিল ছয় বছর বয়সী আহমাদি। নজর কেড়েছিল আর্জেন্টাইন অধিনায়কেরও। খুদে সেই ভক্তকে নিজের স্বাক্ষর করা সত্যিকারের জার্সিও পাঠিয়েছিলেন মেসি। আহমাদির আফসোস ছিল শুধু একটাই। সামনাসামনি দেখা হয়নি মেসির সঙ্গে। এবার সেই আক্ষেপও ঘুচে গেছে আফগানিস্তানের ‘প্লাস্টিক মেসির’। দোহায় দেখা হয়েছে দুই মেসির। ‘প্লাস্টিক মেসি’ আহমাদি আগে থেকেই ছিল কাতারের রাজধানীতে। মেসিও বার্সার হয়ে খেলতে আসেন প্রীতিম্যাচ। এত কাছাকাছি হওয়ায় দু’জনের দেখাও হয়ে গেল। ক্ষুদে ভক্তের সঙ্গে দেখা করার সুযোগটা হাতছাড়া করেননি মেসিও। বেশ খানিকটা সময় কাটিয়েছেন তার সঙ্গে। কোলে নিয়ে ছবিও তুলেছেন। সেই ছবিটিই টুইটারে প্রকাশ করেছে কাতারের ২০২২ বিশ্বকাপ আয়োজক কমিটি। সঙ্গে লেখা হয়েছে, ‘এই ছবিটা পুরো বিশ্বই দেখতে চেয়েছে। ছয় বছর বয়সী এই বালকের স্বপ্ন ছিল তার নায়ক মেসির সঙ্গে দেখা করার। সেটা শেষ পর্যন্ত সত্যি হয়েছে।‘ সত্যিই যে স্বপ্নটা এভাবে সত্যি হবে তা হয়তো মুরতাজা আহমাদি বা তার পরিবার ঘুণাক্ষরেও ভাবেনি। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে বেশ কষ্টেই দিন কাটাতে হতো আহমাদিদের। মেসির প্রচ- ভক্ত হলেও তার একটা সত্যিকারের জার্সি কিনে গায়ে দেয়ার মতো অবস্থাও ছিল না এই আফগান বালকের। তবে তাতে দমে যায়নি আহমাদি। প্লাস্টিকের ব্যাগ দিয়ে বানিয়ে নিয়েছিল মেসির জার্সি। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। আগেরবারই মেসি নিজে শিশুটিকে ডেকে নিতে চেয়েছিলেন বার্সিলোনায়। ভিসা জটিলতার কারণে তখন তা সম্ভব হয়নি। পরে ইউনিসেফ আফগানিস্তানের মাধ্যমে মেসি দুটি জার্সি ও কিছু ফুটবল উপহার পাঠান।
×