ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় দলে খেলার স্বপ্ন ময়মনসিংহের সাজেদার

প্রকাশিত: ০৪:৩০, ১৫ ডিসেম্বর ২০১৬

জাতীয় দলে খেলার স্বপ্ন ময়মনসিংহের সাজেদার

স্পোর্টস রিপোর্টার ॥ ‘আমরা এবার নিয়ে টানা দুইবার চ্যাম্পিয়ন হলাম। অনেক আনন্দ লাগছে দুইবার চ্যাম্পিয়ন হয়েছি বলে। যদিও আমি দলে এবারই প্রথম খেললাম। ভবিষ্যতে আমার জাতীয় দলে খেলার ইচ্ছা আছে। সানজিদা-কৃষ্ণা আপুরা তো জাতীয় দলে খেলে। ওদের দেখে আমার খুব ভাল লাগে। আমিও ওদের মতো জাতীয় দলে খেলতে চাই।’ কথাগুলো সাজেদা আক্তারের। ময়মনসিংহ অনুর্ধ-১৪ মহিলা জেলা ফুটবল দলের অধিনায়ক। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জেএফএ অনুর্ধ-১৪ বালিকা চ্যাম্পিয়নশিপ’ ফুটবল আসরের ফাইনালে প্রতিপক্ষ রংপুর জেলা দলকে ৬-০ গোলে হারিয়ে অপরাজিত শিরোপা জেতে। খেলাশেষে ময়মনিসংহ দলের কোচ মকবুল হোসেন বলেন, ‘আমাদের এই দলের সব খেলোয়াড় কলসিন্দুর স্কুলের। দল চ্যাম্পিয়ন হওয়াতে আমি খুব খুশি। যেভাবে ওদের খেলতে বলেছি মেয়েরা সেইভাবেই খেলেছে বলে এই জয় এসেছে। আমি প্রথম থেকেই ওদের শেখাচ্ছি। আগের ব্যাচের মেয়েরা অ-১৬ দলে চলে যাওয়ার কারণে এখন ওদের নিয়ে দল তৈরি করেছি। আমার বাড়ি থেকে ওদের ওখানে গিয়ে থেকে থেকে ওদের শিখিয়েছি।’ টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পায় রংপুর দলের সহ-অধিনায়ক রুনা। ময়মনসিংহ দলের আমেনা পায় মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার। এছাড়া ১২ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পায় বিজয়ী দলের অধিনায়ক সাজেদা আক্তার। সেরা আঞ্চলিক ভেন্যুর পুরস্কার পায় রাজশাহী। চ্যাম্পিয়ন দল হিসেবে ময়মনসিংহ দল পায় ৫০ এবং রানার্সআপ দল হিসেবে রংপুর দল পায় ২৫ হাজার টাকা করে। ৩২ দল নিয়ে দেশের সাতটি ভেন্যুতে এই টুর্নামেন্টের খেলাগুলো চলে ২৯ নবেম্বর পর্যন্ত। আঞ্চলিক পর্যায় থেকে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে চূড়ান্ত পর্ব খেলতে ৮টি দল আসে ঢাকায়। আসরের সাতটি ভেন্যু হলো : টাঙ্গাইল জেলা স্টেডিয়াম, রংপুর জেলা স্টেডিয়াম, লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম, নড়াইল জেলা স্টেডিয়াম, রাজশাহী জেলা স্টেডিয়াম, সাতক্ষীরা জেলা স্টেডিয়াম ও ফরিদপুর জেলা স্টেডিয়াম।
×