ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে ক্রিকেটের এই ওয়ান্ডার বয়, শুক্রবার শুরু ভারত-ইংল্যান্ড পঞ্চম ও শেষ টেস্ট

এই কোহলিতে কিংবদন্তিরাও মুগ্ধ

প্রকাশিত: ০৪:২৯, ১৫ ডিসেম্বর ২০১৬

এই কোহলিতে কিংবদন্তিরাও মুগ্ধ

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ারসেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। যেভাবে এগোচ্ছেন তাতে শীর্ষে ওঠাটা সময়ের ব্যাপার। মুম্বাই টেস্টে ২৩৫ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়ে হয়েছেন ম্যাচসেরা। এক ম্যাচ হাতে রেখে দলও সিরিজ নিশ্চিত করেছে ৩-০ ব্যবধানে। ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ২ সেঞ্চুরি ও সমান সংখ্যক হাফ সেঞ্চুরির সাহায্যে ৪ টেস্টে করেছেন সর্বোচ্চ ৬৪০ রান। গড় ১২৮। রানের ফুলঝুরি ছুটিয়ে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ২৮ বছর বয়সী। শুক্রবার চেন্নাইয়ে শুরু আনুষ্ঠানিকতার পঞ্চম ও শেষ টেস্ট। তার আগে কোহলির শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন প্রতিপক্ষ সেনাপতি এ্যালিস্টার কুক। প্রশংসার বৃষ্টিতে ভিজছেন ভারত অধিনায়ক। তুখোড় উইলোবাজে মুগ্ধতা প্রকাশ করছেন ক্রিকেটাঙ্গন, এমনকি বাইরের জগতের মানুষেরাও। সেই তালিকায় আছেন গ্রেট সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকর, ক্রিস গেইল, লতা মঙ্গেশকরের মতো গানের মানুষ। পারফেক্ট ব্যাটসম্যান আর অসাধারণ অধিনায়কই নন গাভাস্কারের কাছে কোহলি তারচেয়ে বেশি কিছু। ক্রিকেটের জীবন্ত এই কিংবদন্তি বলেন, ‘কোহালির মতো ক্রিকেটার ভারত কোনদিন দেখেছে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। মুম্বাইয়ে টার্নিং উইকেট ছিল বলেই সেখানে তার দুর্দান্ত ইনিংসটি বাড়তি প্রশংসার দাবি রাখে। বড় বড় খেলোয়াড়দের টেকনিক পাল্টায় না, টেম্পারামেন্ট পাল্টায়। এই টেম্পারামেন্টের দিক দিয়ে নিজেকে সে আরও শক্তিশালী ও ভয়ঙ্কর করে তুলেছে। আর নেতৃত্বের কথা নাই বা বললাম।’ গত বছর অস্ট্রেলিয়া সফরের মধ্যপথে মহেন্দ্র সিং ধোনি সরে দাঁড়ালে সাদা পোশাকের দায়িত্ব পান কোহলি। এরপর ঘরে-বাইরে টানা পাঁচ সিরিজ জয়। দেশে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে বধ করে কোহলির এ্যান্ড কোং। বিদেশে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে উঠে আসে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। কোহলি ক্যারিয়ারে তিন ডাবল সেঞ্চুরির সবকটিই পেয়েছেন এই সময়। টানা ১৭ টেস্টে অপরাজিত থেকে রেকর্ড বইয়ে ভারত। সুপার কোহলির প্রশংসায় গ্রেট-সুনীলও তাই ভাষা হারিয়ে ফেলছেন। পূর্বসূরির কাছে আরেক গ্রেট শচীনের দাবি, ‘টানা তিন জয়ে এভাবে সিরিজ নিশ্চিত করায় টিম ইন্ডিয়াকে অভিনন্দন। অভিনন্দন কোহলিকে। চল এবার ব্যবধানটা ৪-০ করি।’ বলেন ভারতীয়দের ক্রিকেট-ঈশ্বর। রান মেশিন কোহলির প্রশংসা করতে গিয়ে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বলেন, ‘কোহলি যেভাবে খেলছে, তা দেখে মনে হচ্ছে রান করা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। প্রতিপক্ষের আক্রমনাত্মক ফিল্ডিংও ওর পাওয়ার কাছে মার খেয়ে যাচ্ছে। মুম্বাইয়ের ডাবল সেঞ্চুরির পথে সেটাই দেখলাম। কুক যেভাবেই ফিল্ডিং সাজিয়েছে, কোহলির কাছে সে সবই ছিল অসহায়।’ তাবত সব গ্রেট যখন মুগ্ধ তখন কোহলির এমন ব্যাটিং দেখে ক্রিস গেইল নাকি মোটেই অবাক নন। আইপিএলে তার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সতীর্থ বলেন, ‘বিরাট যে দুর্দান্ত ব্যাটসম্যান, এটা আমরা সবাই জানি। ও যা করছে এর কোনটাই অবাক বা আশ্চর্যের নয়। আমি নিশ্চিত, ওর কাছ থেকে এমন আরও অনেক ইনিংস দেখা যাবে।’ টুইটারে কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের অভিনন্দন, ‘ব্যাটিং, নেতৃত্ব- সব দিক দিয়েই পারফেক্ট ওয়ান সে। কোহলিকে অভিনন্দন।’ ৮৮৬ পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে কোহলি। শীর্ষে থাকা স্টিভেন স্মিথ ৮৯৭। পরের তিনটি স্থানে জো রুট, কেন উইলিয়ামসন ও হাসিম আমলা।
×