ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনুর্ধ-১৪ মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ, ময়মনসিংহ ৬-০ রংপুর, সাজেদার হ্যাটট্রিকসহ চার গোল

অপরাজিত চ্যাম্পিয়ন ময়মনসিংহ

প্রকাশিত: ০৪:২৯, ১৫ ডিসেম্বর ২০১৬

অপরাজিত চ্যাম্পিয়ন ময়মনসিংহ

স্পোর্টস রিপোর্টার ॥ টুর্নামেন্টের ফেভারিট ছিল তারাই। ফেভারিটের সেই তকমা ধরে রেখে দাপটের সঙ্গেই অভীষ্ট লক্ষ্যে উপনীত হলো ময়মনসিংহ জেলা দল। ‘জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে’র অপরাজিত চ্যাম্পিয়ন হলো তারা। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত একতরফা ফাইনালে দলনায়ক সাজেদা আক্তারের হ্যাটট্রিকসহ চার গোলের সুবাদে প্রতিপক্ষ রংপুর জেলা দলকে ৬-০ গোলে শোচনীয়ভাবে হারিয়ে এই আসরে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল তারা। গত আসরে টাঙ্গাইলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। বিজয়ী দল ম্যাচের প্রথমার্ধে এগিয়ে ছিল ৩-০ গোলে। উল্লেখ্য, অনুর্ধ-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপেও চ্যাম্পিয়ন হয়েছিল ময়মনসিংহ। মজার ব্যাপার হচ্ছে- এবারের দলটির সবাই ধোবাউড়ার কলসিন্দুর স্কুলের শিক্ষার্থী। ৭০ মিনিটের খেলায় ময়মনসিংহ যেভাবে খেলেছে, তাতে তাদের ১০ গোলে জেতাটাও অসম্ভব কিছু ছিল না। কিন্তু বাকি সুযোগগুলো কাজে লাগাতে না পারায় তাদের গোল আর বাড়েনি। এই আসরের চূড়ান্ত পর্বের গ্রুপ পর্বেও ময়মনসিংহ-রংপুর পরস্পর মোকাবেলা করেছিল। সেখানেও রংপুরকে হারিয়েছিল ময়মনসিংহ। বুধবারের ফাইনালে জিতলে প্রতিশোধটা কড়ায়-গ-ায় নিতে পারতো তারা। কিন্তু প্রতিশোধ নেয়া তো দূরে থাক, লজ্জাজনকভাবে পরাভূত হতে হয় তাদের। ম্যাচের ৬ মিনিটেই গোল করে এগিয়ে যায় ময়মনসিংহ। একক প্রচেষ্টায় গোল করে দলকে এগিয়ে দেয় অধিনায়ক সাজেদা আক্তার (১-০)। এর তিন মিনিট পরেই ব্যবধান দি¦গুণ করে সে (২-০)। ১১ ও ১৫ মিনিটে রংপুর দুটি ফ্রি কিক পেয়েও তা কাজে লাগাতে পারেনি। এরপর তৃতীয় গোলের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষায় থাকতে হয় সাজেদাদের। অবশেষে ৩১ মিনিটে রোজিনা আরেকটি গোল করলে ময়মনসিংহ এগিয়ে যায় ৩-০ গোলে। ওই স্কোরেই বিরতিতে যায় উভয় দল। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ময়মনসিংহ দল। ৩৭ মিনিটে সাজেদা নিজের হ্যাটট্রিক পূরণ করে (৪-০)। ৫০ মিনিটে আমেনা আরেকটি গোল করলে ময়মনসিংহ আবারও ব্যবধান বাড়ায় (৫-০)। ৬৪ মিনিটে সাজেদা আরেকটি গোল করলে রংপুরের কফিনে হারের শেষ পেরেকটি ঠুকে দেয় ময়মনসিংহ (৬-০)। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে ট্রফি ও মেডেল দিয়ে পুরস্কৃত করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাজী মোঃ সালাউদ্দিন। উল্লেখ্য, এবারের জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপে সাতটি ভেন্যুতে ৩৮ দল অংশ নেয়। তার মধ্য থেকে আটটি দল চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়। চূড়ান্ত পর্বের ‘এ’ গ্রুপে ছিল রংপুর ও ময়মনসিংহ জেলা। চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচে ময়মনসিংহ জেলা ১০-০ গোলে হারায় নারায়ণগঞ্জ জেলাকে। দ্বিতীয় ম্যাচে ৭-০ গোলে হারায় নড়াইল জেলাকে। আর তৃতীয় ম্যাচে ২-১ গোলে রংপুর জেলাকে হারিয়ে সেমিফাইনালে ওঠে।
×