ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৭, ১৫ ডিসেম্বর ২০১৬

টুকরো খবর

চেক বিতরণ সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ১৪ ডিসেম্বর ॥ বোয়ালমারী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত নারী শ্রমিকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মোট ১৬লাখ ৬৬হাজার ২শ’৭০ টাকার মধ্যে প্রত্যেক শ্রমিক পান ১লাখ ১০হাজার ৯৩ টাকা করে। এলজিইডির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অর্থাৎ সড়কের দুই পাশ মেরামত, সড়ক রক্ষণাবেক্ষণ বিগত ৬ বছর যাবৎ কাজ করেছেন নারী শ্রমিকরা। বোয়ালমারী উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার চেক বিতরণ অনুষ্ঠানে এলজিইডির উপজেলা প্রকৌশলী আজাহারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউএনও রওশন আরা পলি, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা মিলন ও মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন। নদীতে ডুবে যাওয়া শিশুর লাশ উদ্ধার সংবাদদাতা,বদরগঞ্জ, রংপুর, ১৪ ডিসেম্বর ॥ বদরগঞ্জ উপজেলার যমুনেশ্বরী নদীতে ডুবে যাওয়ার ৮ঘণ্টা পর মেরাজ হোসেন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর এলাকার বাবুর আলীর ছেলে। জানা গেছে, সে মঙ্গলবার বিকেল ৪টার দিকে অন্যদের সঙ্গে নদী পারাপারের সময় গভীর খাদে পড়ে যায়। এলাকার লোকজন অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে দমকল বাহিনীকে খবর দেয়া হলে রংপুর দমকল বাহিনীর ডুবুরি শফিকুল ইসলাম ও আব্দুল মতিন রাত ১০টায় শিশুটিকে উদ্ধারের জন্য নদীতে নামে। ওইদিন রাত ১২টা ৫মিনিটে ডুবুরিরা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। রামগঞ্জ ট্র্যাজেডির তিন বছর স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জামায়াত শিবিরের হাতে হত্যার শিকার দুই ছেলের ছবি হাতে নিয়ে আজও কেঁদে চলেছেন সন্তানহারা মা মেরিনা বেগম। তার আহাজারী যারা তার দুই ছেলেকে হত্যা করেছে তাদের তিনি ফাঁসি দেখে যেতে চান। ১৪ ডিসেম্বর রামগঞ্জ ট্র্যাজেডির তৃতীয় বছর। তিন বছর আগের এই দিনে নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ হাটে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে হত্যার উদ্দেশে গাড়িবহরে হামলা চালানো হয়েছিল। সেই হামলায় নূর ভাগ্যক্রমে বেঁচে গেলেও আওয়ামী লীগের ৪ নেতা ও এক পথচারীসহ ৫ জন হত্যার শিকার হন। রামগঞ্জ ট্র্যাজেডির তিন বছর স্মরণে বুধবার টুপামারী ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সকল অঙ্গসংগঠন রামগঞ্জ হাট এলাকায় বিভিন্ন কর্মসূচী পালন করে। ১১ আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর ॥ কচুয়ায় সাঁড়াশি অভিযানে ১১ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত নারী-পুরুষসহ ১১ জনকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে- উপজেলার পারাগাঁও গ্রামের ইমন, করইশ গ্রামের দেলোয়ার, দারাশাহী তুলপাই গ্রামের জাহাঙ্গীর, কোয়া গ্রামের মাওলানা এমদাদ হোসেন, বরদৈল গ্রামের বদিউল ইসলাম আলম, পিয়ারা বেগম, মুন্নি বেগম, জিলানী ও ফাতেমা বেগম। গ্রেফতারকৃতদের মঙ্গলবার চাঁদপুর জেলহাজতে প্রেরণ করা হয়। চাঁদা না দেয়ায় দোকানে আগুন নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৪ ডিসেম্বর ॥ চাঁদা না পেয়ে সাভারে ছয়টি দোকান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের তুরাগ ভাঙ্গাব্রিজ আফজালনগর এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই এলাকায় ছয়টি দোকান দিয়ে ব্যবসা করে আসছিল কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী। কয়েক দিন যাবত তাদের নিকট মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে আসছিল ভাকুর্তা এলাকার কয়েক দুর্বৃত্ত। কিন্তু চাঁদা দিতে অস্বীকার করায় দুর্বৃত্তরা ভোর রাতে ওই ছয়টি দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ব্যবসায়ীদের দাবি- ওই ছয়টি দোকানে অনুমান লাখ টাকার মালামাল ছিল। গাড়িচালকদের প্রশিক্ষণ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট ফারুখ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল কাসেম মোঃ মহিউদ্দিন। প্রধান অতিথি ছিলেন ঢাকা সদর সার্কেলের পরিচালক ও প্রশিক্ষণ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিআরটিএর খুলনার উপ-পরিচালক জিয়াউর রহমান, বিআরটিএ সাতক্ষীরা সহকারী পরিচালক তানভীর আহমেদ চৌধুরী, ট্রাফিক ইন্সপেক্টর তপন কুমার প্রমুখ। ১০ প্রেস ভস্মীভূত স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শহরের জিন্দাবাজার মুক্তিযোদ্ধা গলিতে অগ্নিকা-ে ১০ প্রিন্টিং প্রেস ভস্মীভূত হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এতে ক্ষতির পরিমাণ ২০ লক্ষাধিক টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত মালিকরা জানিয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছেÑ মদিনা আর্ট, মেঘনা অফসেট, কাজী প্রিন্টিং, শাহীন অফসেট, অনিক অফসেট প্রেস, ছাপাঘর, সিদ্দিক প্রিন্টিং এ্যান্ড বুক বাইন্ডিং, আলম আর্ট এ্যান্ড রাবার স্ট্যাম্প, ডিজাইন মেলা। মাদকদ্রব্য বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১৪ এপ্রিল ॥ মাদকদ্রব্য বিক্রি বন্ধের দাবিতে চুয়াডাঙ্গায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মানববন্ধন এবং অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার সকালে স্থানীয় মাছপট্রিতে এ কর্মসূচী পালন করা হয়। চুয়াডাঙ্গা শহরের মাছপট্রি, গমপট্রি ও মহিলা মাদরাসা সংলগ্ন স্থানে হরিজন সম্প্রদায়ের লোকজন দীর্ঘদিন ধরে মদ, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য প্রকাশ্যে বিক্রি করে আসছে। এরই প্রতিবাদে ওই এলাকায় আধাঘণ্টা অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচীতে স্বতঃস্ফূর্তভাবে এলাকাবাসী, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় বক্তব্য দেনÑ জেলা দোকান মালিক সমিতিরি সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, সহসভাপতি জগলুল কাদের, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মালেক সরকার, সেক্রেটারি ফিরোজ মিয়া প্রমুখ। জাতীয় পতাকা বিক্রির ধুম সংবাদদাতা, বেড়া, পাবনা, ১৪ ডিসেম্বর ॥ যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত সরকারী, আধাসরকারী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এই মাসে লাল সবুজের জাতীয় পতাকার চাহিদাও যেন বেড়েই চলেছে। ফলে জাতীয় পতাকা হাতে ভ্রাম্যমাণ হকাররা ছুটছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। শহর থেকে গ্রামাঞ্চলের হাট-বাজারেও পতাকা বিক্রির ধুম পড়েছে। পাবনার বেড়া উপজেলার কাশীনাথপুর মোড়ে বুধবার জাতীয় পতাকা বিক্রি করতে দেখা যায় ৫-৬ ভ্রাম্যমাণ হকারকে। অথচ কেউই সঠিক মাপে পতাকা তৈরি করেননি। জাটকাসহ আটক ৩৪ নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ১৪ ডিসেম্বর ॥ বিষখালী নদীতে পৃথক অভিযান চালিয়ে চারটি ট্রলারসহ সুন্দরী কাঠ, জাটকা ও প্রচুর কারেন্ট জালসহ ৩৪ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার সকালে পাথরঘাটা কোস্টগার্ড এ অভিযান পরিচালনা করেন। পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার জানান, সকালে বিষখালী নদীর মোহনাসহ আশপাশের এলাকায় অভিযানে নামে তারা। এ সময় একটি ট্রলারে অভিযান চালিয়ে ১ শ’ ৭০ পিস সুন্দরী কাঠ জব্দ করে তারা। ট্রলারে থাকা কাঠ পাচারকারী চক্রের ৬ পাচারকারীকে আটক করে তারা। এ সময় বেশ কিছু ট্রলারে অভিযান চালিয়ে ৩ টি ট্রলার থেকে ২৫ মণ জাটকা ও ব্যাপক পরিমাণ কারেন্ট জাল জব্দ করে ২৮ জেলেকে আটক হয়। বিদ্যুতস্পৃষ্টে সিকৃবি কর্মচারীর মৃত্যু স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৩৮) নামে এক হল কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। তিনি সিকৃবির আব্দুস সামাদ আজাদ হলের রান্নার কাজ করতেন। দুই সন্তানের জনক কামালের গ্রামের বাড়ি বরিশালে। জানা যায়, সকালে ডিশের লাইন মেরামত করতে গিয়ে হাতে থাকা বাঁশটি বিদ্যুতের লাইনে লেগে গেলে তিনি বিদ্যুত স্পৃষ্ট হয়ে মারা যান। বরিশালে শ্রমিক স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, মুলাদী উপজেলার খাসেরহাট এলাকায় মঙ্গলবার সকালে বিদ্যুত স্পৃষ্ট হয়ে এক ‘স’ মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রমিক রিপন আকন পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার বিষ্ণকাঠী গ্রামের মনির আকনের পুত্র। পুলিশ জানান, খাসেরহাটের সিদ্দিক খানের স মিলের করাতে ধার দিতে গিয়ে মিস্ত্রি কালাম বিদ্যুত স্পৃষ্ট হয়ে আহত হয়। এ সময় রিপন বিদ্যুতলাইনের কাটআউট খুলতে গেলে বিদ্যুত স্পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। অবৈধ পুকুর খনন ॥ দুইজনের কারাদ- স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পবা ও তানোরে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের অপরাধে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার দারুশার তেঁতুলিয়া গ্রামের মাঠে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ওই সময় বেশ কয়েকটি এক্সেভেটর (ড্রেজার মেশিন) ভাংচুর করা হয়েছে। এদিকে তানোর উপজেলায় পুকুর খননের সময় তিনটি ড্রেজার মেশিনে আগুন দেয়া হয়েছে বলে জানা গেছে। সাজাপ্রাপ্তরা হলোÑ পবার তেঁতুলিয়া বড়বিলের মাঠে পুকুর খননকারী তেঁতুলিয়া গ্রামের তমজেদ আলী ও সাহাপুর গ্রামের মরজেম হোসেন। আদালতে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন পবা সহকারী কমিশনার (ভূমি) আলমগীর কবীর। গাইবান্ধা চেম্বারের সভায় সংঘর্ষ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৪ ডিসেম্বর ॥ গাইবান্ধা চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাস্ট্রিজ কার্যালয়ে মঙ্গলবার সকালে সাধারণ সভায় ব্যবসায়ীদের দু’গ্রুপের হাতাহাতি এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৯ জন আহত হয়েছে। এ ব্যাপারে ব্যবসায়ী পিয়ারুল ইসলাম ২৩ জনের নামসহ আরও অজ্ঞাতনামা মোট ৪৩ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় রনি, সোহেল ও দিলশাদসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা শহরের হকার্স মার্কেট সংলগ্ন পরিচালক খান মোঃ সাঈদ হোসেন জসিমের বাড়িতে হামলা ও ট্রাফিক মোড়ে শ্যামলী কাউন্টার ভাংচুরের ঘটনা ঘটে। এদিকে শ্যামলী কাউন্টার ভাংচুর করে মোক্তাদুর রহমান মিঠুর ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা। ওইদিন রাত থেকেই বুধবার দুপুর পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত থাকে। ফলে যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে যাত্রী ও সাধারণ মানুষ। চেম্বার অব কমার্স, বাস-ট্রাক, মিনিবাস ও মোটর মালিক সমিতির সমন্বয়ে গঠিত ঐক্য পরিষদের ডাকে এই ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। রিভলবারসহ আটক ৬ নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৪ ডিসেম্বর ॥ লালপুরে ২টি বিদেশী রিভলবারসহ ৬জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে চিনিরবটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি, তিন রাউন্ড গুলির খোসা এবং দুই মোটরসাইকেল জব্দ করা করা হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান, আটককৃতরা হলো আরিফুল, জীবন, জনি, সুমন, শিমুল ও রবিন। বয়লার বিস্ফোরণে আহত আরও একজনের মৃত্যু স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ সদর উপজেলার রাণীগঞ্জে হাসকিং মিলে বয়লার বিস্ফোরণে আহত চার জনের মধ্যে একজন মারা গেছেন। নিহতের নাম গোলজার হোসেন (৪০)। তিনি সদর উপজেলার ফাজিলপুর এলাকার খোকা মিয়ার ছেলে। মঙ্গলবার শেষ রাত সাড়ে ৩ টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ওই ঘটনায় বাকি তিন জনের চিকিৎসা চলছে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। হেলাল উদ্দীন ডিগ্রী কলেজে বৃত্তি প্রদান স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাট শেখ হেলাল উদ্দীন ডিগ্রী মহাবিদ্যালয়ে শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ২০ শিক্ষাথীকে শিল্পপতি এসএম আবুল হোসেনের পক্ষ থেকে বার্ষিক বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার কলেজ মিলনায়তনে প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন, এসএম আবুল হোসেন, অধ্যাপক হোসাইন সায়েদীন, শেখ শহীদুল ইসলাম, গিয়াস উদ্দিন গাজী, নজরুল ইসলাম, শেখর রঞ্জন দেবনাথ, অধ্যক্ষ বটুগোপাল দাশ, আব্দুর রব, গাজী হাবিবুর রহমান, মোহম্মদ আলী, সিরাজুল ইসলাম, ফারুকুল ইসলাম ওমর, আবুল কালাম আজাদ, ছাত্র মনিরুল ইসলাম ও ছাত্রী তামিজা আক্তার তিসা। দু’দিনেও গ্রেফতার হয়নি ধর্ষক নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৪ ডিসেম্বর ॥ রায়পুরে নিহত রোজিনা আক্তার (১৪) নামে ৪র্থ শ্রেণীর ছাত্রীর লাশের ময়নাতদন্ত মঙ্গলবার জেলা সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। জানা গেছে, তাকে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশের ধারণা তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বিকেলে নিহতের পালক মা মনোয়ারা বেগম অজ্ঞাতসংখ্যক লোককে আসামি করে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত রোজিনা রায়পুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বয়াতি বাড়ির মৃত পালক পিতা সফিক মিয়ার মেয়ে। সে স্থানীয় খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা ও এতিমখানার চতুর্থ শ্রেণীর ছাত্রী। দুই মাদক বিক্রেতা আটক স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ মঙ্গলবার ভোরে বাঘা-ঈশ্বরদী রোডের গোকুলনগর থেকে একটি প্রাইভেটকার (নম্বর-ঢাকা মেট্রো-গ-১২-২৬৬৮) ও ৪শ’ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। আটককৃতরা হলোÑ দৌলতপুরের আকুন্দাপাড়া গ্রামের হারুন ও শহরের পূর্বটেংরীর ইয়াকুব আলী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক জাহিদ হোসেন মোল্লার নেতৃত্বে ঈশ্বরদীর পরিদর্শক খবীর আহমেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। এদিকে ফেনসিডিলসহ প্রাইভেটকার ও মাদক বিক্রেতাকে আটকের খবর শুনে পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো ঈশ্বরদী মাদকদ্রব্য অফিস পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ফেনসিডিল ব্যবসা ও সেবন চিরতরে বন্ধ করে দিতে হবে। অন্যথায় সমাজ ধ্বংস হয়ে যাবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বুধবার যুদ্ধাপরাধীদের ধিক্কার জানিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রতিযোগিতায় নানা বয়সী শিশুরা অংশ নেয়। তারা রং তুলির মাধ্যমে নানা মুক্তিযুদ্ধসহ নানা বিষয় তুলে আনে। সভ্যকার আলো আয়োজিত এই আয়োজনে প্রধান অতিথির ভাষণ দেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম। সভাপতিত্ব করেন সাংবাদিক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৪ ডিসেম্বর ॥ কোতোয়ালি থানা বিএনপির সভাপতি ও কৈজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রউফ উন নবীকে গ্রেফতার করেছে পুলিশ। অজ্ঞাত ব্যক্তিদের হামলায় আহত হওয়ার পর চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকেল তিনটার দিকে ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের পিয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ জানায়, চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা রউফ উন নবীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতেই আদালতের মাধ্যমে রউফ উন নবীকে জেলা কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে। তিন ছিনতাইকারী গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকা থেকে ৩ ছিনতাইকারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে এরা পুলিশের হাতে ধরা পড়ে। সেখানে তারা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। তাদের কাছ থেকে ৩টি ছোরা উদ্ধার করা হয়। জানা যায়, আটক ৩ ছিনতাইকারির নাম কায়সার, জিহাদ ও খোকন। তারা একটি সিএনজি অটোরিক্সার চালককে জিম্মি করে তাতে উঠে পড়ে। পরিকল্পনা ছিল এই অটোরিক্সা ব্যবহার করে ছিনতাই কাজ পরিচালনা করা।
×