ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীরের শাহাদাতবার্ষিকী পালিত

প্রকাশিত: ০৪:২৫, ১৫ ডিসেম্বর ২০১৬

বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীরের শাহাদাতবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর বীর শ্রেষ্ঠের ৪৫তম শাহাদাতবার্ষিকী ছিল মঙ্গলবার। শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর বিজয়ের মাত্র দুই দিন আগে ১৪ ডিসেম্বর শহীদ হয়েছিলেন। পরনে লুঙ্গি, গায় ফতুয়া, মাথায় পাগড়ি আর কোমরে গামছা। বাঙালীর পূর্ণ অবয়বের সঙ্গে মিশে টগবগে সামরিক অফিসার জাহাঙ্গীর নৌকার মাঝির পোশাকে নিজেকে সাজিয়ে রাখতেন। ১৪ ডিসেম্বর সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচরে। তিনি ছিলেন ৭নং সেক্টরের মোহদীপুর সাব সেক্টর কমান্ডার। ওই সময় ৭নং সেক্টরের কমান্ডার ছিলেন লে. কর্নেল কাজী নুরুজ্জামান। বীর শ্রেষ্ঠের মৃত্যু দিবস উপলক্ষে দিনভর কর্মসূচীর প্রথম পর্বে রেহাইচরের স্মৃতিসৌধে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ ১৪টি প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। দ্বিতীয় পর্বে শহীদ হওয়ার স্থান থেকে ৪০ কিলোমিটার দূরে সোনামসজিদ চত্বরে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ ২১টি প্রতিষ্ঠান। পরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
×