ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেতন বন্ধ ৫ মাস

বিনা চিকিৎসায় ব্যাংক কর্মচারীর মৃত্যু

প্রকাশিত: ০৪:২৩, ১৫ ডিসেম্বর ২০১৬

বিনা চিকিৎসায় ব্যাংক কর্মচারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দুই মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার কারণে গত পাঁচ মাস ধরে বেতন ভাতা বন্ধ রয়েছে একটি বাড়ি একটি খামার প্রকল্পের পল্লী সঞ্চায় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের। ফলে বিনা বেতনে মানবেতর জীবন যাপন করছেন ওই ব্যাংকের কয়েক হাজার কর্মকর্তা ও কর্মচারী। এরই মধ্যে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে অর্থাভাবে বিনা চিকিৎসায় মঙ্গলবার দুপুরে মাঠ সহকারী রিপন চন্দ্র দাস (২৭) মারা গেছেন। গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের রাজাপুর গ্রামের রিপনের বাবা দিনমজুর রতেœশ্বর দাস জানান, তার পুত্র একটি বাড়ি একটি খামার প্রকল্পের পল্লী সঞ্চায় ব্যাংকের গৌরনদীর মাঠ সহকারী হিসেবে কর্মরত ছিল। গত পাঁচ মাস ধরে তার বেতন ভাতা রয়েছে বন্ধ। তিনি জানান, তিন মাস পূর্বে রিপনের লিভার সিরোসিস রোগ ধরা পড়ে। কিন্তু অর্থাভাবে তিনি রিপনকে উন্নত চিকিৎসা করাতে পারেননি। একপর্যায়ে চিকিৎসার অভাবে মঙ্গলবার দুপুর বারোটার দিকে রিপন মারা যায়। নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকের একাধিক সমন্বয়কারী জানান, সম্প্রতি একটি বাড়ি একটি খামার প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর ওই প্রকল্পের দায়িত্ব দেয়া হয় অর্থ মন্ত্রণালয় ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়কে। জানা গেছে, দুই মন্ত্রণালয়ের সমন্বয়হীতনার কারণে সারাদেশে ব্যাংকের সাড়ে সাত হাজার কর্মকর্তা ও কর্মচারীর গত পাঁচ মাস ধরে বেতন ভাতা বন্ধ রয়েছে। এর মধ্যে বরিশালে ১২২ জন কর্মকর্তা ও কর্মচারী রয়েছে। পন্টুনের র‌্যাম ভেঙ্গে লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৪ ডিসেম্বর ॥ পণ্যবাহী ট্রাকের চাপে বিআইডব্লিউটি’র পন্টুনের র‌্যাম ভেঙ্গে সদর উপজেলার মজু চৌধুরীর হাট ঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার বিকেল তিনটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা লবণ-হলুদ বহনকারী একটি ট্রাক (ঢাকা মেট্রো, ট-১৮-৪২০৫) ফেরিতে উঠার সময় র‌্যাম ভেঙ্গে এ ঘটনা ঘটে। এতে লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে চলাচলকারী বেশ কিছু পণ্যবাহী ট্রাকসহ অর্ধশতাধিক যানবাহন ফেরিঘাটে আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েছেন ভোলা-বরিশালসহ দক্ষিণাঞ্চলগামী সাধারণ যাত্রীরা। একই সঙ্গে ওই ঘাটে ৫টি যানবাহন নিয়ে কনকচাপা ফেরিও আটকা পড়েছে। আটকা পড়া ফেরি কনকচাপার ভারপ্রাপ্ত মাস্টার আব্দুল সালাম জানান, ওই পন্টুনে অন্য একটি র‌্যাম স্থাপন না করা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। এতে নারী ও শিশুসহ সাধারণ যাত্রীরা থাকা খাওয়াসহ চরম দুর্ভোগে পড়েছেন। সিরিয়াল দেখা নিয়ে ঝগড়া ॥ কিশোরীর আত্মহত্যা নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৪ ডিসেম্বর ॥ টিভিতে ভারতীয় চ্যানেল দেখা নিয়ে বড় বোনের সঙ্গে ঝগড়া করে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে সোনিয়া আক্তার সুমি (১৩) নামে এক কিশোরী। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর গ্রামে। সোনিয়া আক্তার ভাটি কানাইপুর গ্রামের বাসিন্দা মনোহরি সামগ্রীর বিক্রেতা স্বপন মিয়ার মেয়ে। সোনিয়া কানাইপুর উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এক ভাই ও দুই বোনের মধ্যে সোনিয়া সকলের ছোট।
×