ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

গ্রাম পুলিশের স্ত্রীসহ নিহত ১১

প্রকাশিত: ০৪:২৩, ১৫ ডিসেম্বর ২০১৬

গ্রাম পুলিশের স্ত্রীসহ নিহত ১১

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় বরিশালে দুই পথচারী, সিলেটে তিন মাইক্রোবাসযাত্রী, সাভারে বৃদ্ধা, নীলফামারীতে ভ্যানচালক ও শ্রমিক, ভালুকায় গ্রামপুলিশের স্ত্রী, দৌলতপুরে সাইকেল আরোহী, লক্ষ্মীপুরে যুবক নিহত এবং নড়াইলে ১৫ বাসযাত্রী আহত হয়েছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : বরিশাল ॥ নগরীর রূপাতলী এলাকায় মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় পথচারী শাহিন মিয়া (৪০) নিহত হয়েছে। সে নগরীর ২৫ নম্বর ওয়ার্ড রূপাতলী বটতলা এলাকার বাসিন্দা সেকান্দার মিয়ার ছেলে। জানা গেছে, রূপাতলী এলাকায় ট্রাকের চাপায় পথচারী শাহিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন মাওলানা আফজাল হোসেনকে (৬৫) বুধবার বেলা একটার দিকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা। আফজাল হোসেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেবরামপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে, বুধবার সকালে তিনি গৌরনদীর টরকী থেকে বরিশাল নগরীর গরিয়ারপাড় হয়ে বানারীপাড়া উপজেলার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় তিনি আহত হলে এক অটোরিক্সাচালক তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সিলেট ॥ সিলেট-ঢাকা মহাসড়কের লালবাজার সাতমাইল এলাকায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও আটজন আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নারায়ণগঞ্জ জেলার কাঁচপুরের হাবিবুল্লার ছেলে মাহিন আহমদ (৩০) জেসমিন (৩৫) ও সুজন (৩৫)। সকালে সাতমাইল এলাকায় কুমিল্লা ট্রান্সপোর্টের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এই তিন জনকে মৃত ঘোষণা করেন। সাভার ॥ ঢাকা (উত্তর) সিটি কর্পোরেশনের ময়লা বহনকারী গাড়ির চাপায় মারা গেছে উম্মে কুলসুম (৭৫)। মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, এদিন সকালে রাস্তা পারাপারের সময় সামনে থেকে ময়লা বহনকারী গাড়িটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। নীলফামারী ॥ পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ডিমলা উপজেলার ডালিয়া সড়কের চাপানির সুইচগেট নামক স্থানে মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয় ব্যাটারিচালিত ভ্যানচালক নূর হোসেন (৪৫)। একই দিন সৈয়দপুর উপজেলার বাইপাস সড়কের নাড়িয়া খাম্বা এলাকায় বালু বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ট্রাক্টরের শ্রমিক জয়নুল (৩৬) নিহত হয়। নিহত শ্রমিক ওয়াপদা মোড়ের নতুনহাট গ্রামের কামাল মিয়ার ছেলে। ভালুকা, ময়মনসিংহ ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার নাইবের বাজারে বুধবার দুপুরে যাত্রীবাহী বাসচাপায় গ্রামপুলিশ মজনু মিয়ার স্ত্রী রাশেদা খাতুনের (৩৮) মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদা খাতুন মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী ইমাম পরিবহনের যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দৌলতপুর, কুষ্টিয়া ॥ সড়ক দুর্ঘটনায় বাদল হোসেন (৪৫) সাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে হোসেনাবাদ বাজারের পশ্চিম পাশে সুপার সনো ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নড়াইল ॥ যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার নড়াইল-গড়েরহাট সড়কের দলজিতপুর ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লক্ষ্মীপুর ॥ সড়ক দুর্ঘটনায় কবির হোসেন (৩০) নামে পথচারী এক যুবক নিহত হয়েছে। বুধবার বিকেল চারটার দিকে রায়পুর-ঢাকা মহাসড়কে জকসিনের বাজারে দ্রুতগামী নতুন গাড়ির চেসিজের নিচে পড়ে এ ঘটনা ঘটে। নিহতের পিতার নাম কালা মিয়া।
×