ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তি দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:২১, ১৫ ডিসেম্বর ২০১৬

সাতক্ষীরায় আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তি দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ কলারোয়ার সোনাবাড়িয়া এলাকার আফরোজা খাতুনের (১৬) আত্মহত্যা প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর বারোটার দিকে সচেতন নাগরিক ঐক্য কমিটির ব্যানারে কলারোয়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে পৌরসভার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- মহিলা পরিষদের জেলা শাখার যুগ্মসাধারণ সম্পাদক আঞ্জুয়ারা বেগম, লিগাল এইডের তৈয়েবা আক্তার, নারীনেত্রী পাপিয়া সুলতানা, নুপুর আক্তার, সুরাইয়া, ইসমত আরা, দিলরুবা খাতুন, নারগিস আক্তার প্রমুখ। উল্লেখ্য, সোনাবাড়িয়া ইউনিয়নের বারেকের মোড় এলাকার মৃত নুর মোহাম্মদের মেয়ে আফরোজা খাতুনের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে গত শুক্রবার দড়ি দিয়ে বেঁধে বাজারে ঘোরানো ও নির্যাতনের পর সেসব ঘটনা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ায় অপমান সহ্য করতে না পেরে আফরোজা আত্মহত্যা করে। গোবিন্দগঞ্জে ইক্ষু খামারের বেড়া ভাংচুর নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৪ ডিসেম্বর ॥ গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারে দেয়া কাঁটাতারের বেড়ার পিলার ভাংচুর করা হয়েছে। সোমবার রাতে খামার সংলগ্ন জয়পুর পাড়ার দক্ষিণ অংশে দেয়া ২৬টি পিলার ভাংচুর করা হয়। খামারের জমি সাঁওতালদের কাছ থেকে দখলমুক্ত করার পর মিল কর্তৃপক্ষ এই কাঁটাতারের বেড়া দেয়। রংপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল জানান, দুষ্কৃতকারীরা রাতের আঁধারে খামারের পশ্চিম অংশে সাঁওতাল পল্লী জয়পুরপাড়া সংলগ্ন ২৬টি পিলার ভাংচুর করে। এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে খামারের উপব্যবস্থাপক হুমায়ন কবির মঙ্গলবার রাতে গোবিন্দগঞ্জ থানায় একটি জিডি করেন। বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দশ দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় শহীদ সোহ্রাওয়ার্দী হলে প্রতিযোগিতার উদ্বোধন করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক এম আনিসুর রহমান।‘যুক্তির শানিত স্রোতে আঁকি মুক্তির মহাকাল’ সেøাগানে বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ সোহ্রাওয়ার্দী হল বিতর্ক পাঠশালা’র আয়োজনে এ প্রতিযোগিতায় অংশ নেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২টি বিতর্ক ক্লাব। আগামী ২৩ ডিসেম্বর প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রপ্রদর্শনী শুরু নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৪ ডিসেম্বর ॥ বুধবার থেকে মাগুরা পৌরসভা চত্বরে শিশুদের তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরা চারুশিল্পী সংসদের উদ্যোগে পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলের সহযোগিতায় এই চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীতে শিশুদের আঁকা ২৫টি চিত্রপ্রদর্শিত হচ্ছে। আয়োজকদের অন্যতম চিত্রশিল্পী শামছুজ্জামান পান্না জানান, শিশু থেকে ৮ম শ্রেণীর শিশুদের আঁকা ২৫টি ছবি প্রদর্শনী রাখা হয়েছে, যা দর্শকরা দেখছেন। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
×