ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাউবিতে সমাবর্তন উপলক্ষে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৪:২১, ১৫ ডিসেম্বর ২০১৬

বাউবিতে সমাবর্তন উপলক্ষে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর ৫ম সমাবর্তন উপলক্ষে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ‘মীট দ্যা প্রেস’ অনুষ্ঠিত হয়েছে। এ সময় সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন জাতীয় পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে বাউবির উপাচার্য অধ্যাপক এমএ মাননান মতবিনিময় করেন। অনুষ্ঠানে প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. আবু তাহের, রেজিস্ট্রার অধ্যাপক ড. আবুল হোসাইন আহমেদ ভূঁইয়া ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক আবুল কাসেম শিখদার উপস্থিত ছিলেন। ১৯ ডিসেম্বর বাউবি ক্যাম্পাসে ৫ম সমাবর্তন অনুষ্ঠান হবে। সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বাউবির চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ। বক্তব্য দেবেন কমনওয়েলথ অব লার্নিং (কানাডা)-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক আশা কানওয়ার। বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ও বাংলাদেশ মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মাননান। ঢাকার পাকুন্দিয়া সমিতির কমিটি গঠন স্টাফ রিপোর্টার ॥ ঢাকার পাকুন্দিয়া সমিতির নতুন কমিটি (২০১৭-১৮) গঠন করা হয়েছে। বুয়েটের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট শিল্পপতি মোমতাজ উদ্দিন ভুইয়াকে সভাপতি এবং চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন এফসিএমএকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যের এই কমিটিতে একজন সিনিয়রসহ চারজন সহসভাপতি রয়েছেন। অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সমন্বয়ে ৩ সদস্যের নির্বাচন কমিশন এ কমিটি বাছাই করে। হামদর্দ ভার্সিটিতে মতবিনিময় সম্প্রতি হামদর্দ বিশ^বিদ্যালয় বাংলাদেশের উদ্যোগে নরসিংদী আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ মিলনায়তনে শিক্ষকম-লী ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে ‘সমৃদ্ধ আগামীর কথা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন হামদর্দ বিশ^বিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল মান্নান পিএইচডি। আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হামদর্দ বিশ^বিদ্যালয় বাংলাদেশের ট্রেজারার রফিকুল ইসলাম, বিশ^বিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আনিসুল হক, অধ্যাপক হাকীম শিরী ফরহাদ, লেঃ কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব), রেজিস্ট্রার লুৎফর রহমান ও নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া । -বিজ্ঞপ্তি
×