ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ক্ষতিপূরণ না দিয়ে কাজ শুরু ॥ শরণখোলায় ক্ষোভ

প্রকাশিত: ০৪:২১, ১৫ ডিসেম্বর ২০১৬

ক্ষতিপূরণ না দিয়ে কাজ শুরু ॥ শরণখোলায় ক্ষোভ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় ক্ষতিপূরণ না দিয়ে ৩৫/১ পোল্ডারের বেড়িবাঁধের নির্মাণ কাজ শুরু করায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছেন। বুধবার দুপুরে ক্ষতিপূরণের দাবিতে এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছেন। শরণখোলা প্রেসক্লাবে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রায়েন্দার হাবিবুর রহমান ফকির। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়- সম্প্রতি চায়নার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৩৫/১ পোল্ডারের ক্ষতিগ্রস্ত ভেড়িবাঁধ নির্মাণ কাজ করতে এসে প্রশাসন কিংবা এলাকাবাসীর সঙ্গে কোন প্রকার আলোচনা না করে ক্ষতিগ্রস্ত ভূমিহীন ও এলাকার জমির মালিকদের নোটিস না দিয়ে এক প্রকার গায়ের জোরে বাড়িঘর ক্ষতি করে কাজ শুরু করেছে। সংবাদ সম্মেলনে আমিনুল ফকির, খলিল গাজী, তোতাম্বর হাং, জাাহঙ্গীর, আব্দুল লতিফ, জামাল খান, আজিজ গাজী ও নাসির হোসেনসহ অনেকে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের ক্ষতিপূরণ না দিয়ে প্রকল্প এলাকায় কাজ করলে সংঘাত হতে পারে। অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয় তারা প্রশাসনের অনুমতি নিয়ে প্রকল্প এলাকায় কাজ করছেন। ১০ দিনব্যাপী বিজয়মেলা শুরু নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৪ ডিসেম্বর ॥ আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দিনব্যাপী বিজয়মেলা মঙ্গলবার বিকেল থেকে শুরু হয়েছে। প্রধান অতিথি আকাশে বেলুন এবং পায়রা উড়িয়ে ও ফিতা কেটে জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী মেলার উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সাজজাদুল হাসানের সঞ্চালনায় এ উপলক্ষে বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মুর্শেদুল ইসলাম, পৌর মেয়র আবু তাহের, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ আহবায়ক এ কে এম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুজ্জামান ও আবু তাহের। প্রাইম এশিয়া ভার্সিটিতে নবীনবরণ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেল্থ নিউট্রিশন (পিএইচএন) বিভাগের নতুন ও বিদায়ী শিক্ষার্থীদের নবীণবরণ এবং সংবর্ধনা ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহ্মদ। বিশেষ অতিথি ছিলেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার একেএম আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা এবং স্কুল অব বায়োলজিক্যাল সায়েন্সের ডিন প্রফেসর ড. এজেএম ওমর ফারুক সভাপতিত্ব করেন পাবলিক হেল্থ নিউট্রিশন (পিএইচএন) বিভাগের চেয়ারম্যান ড. আব্দুস সালাম ম-ল। -বিজ্ঞপ্তি মওলানা ভাসানীর জন্মবার্ষিকী পালন ১২ ডিসেম্বর মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৩৬তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আলাউদ্দিনের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ বিশ্ববিদ্যালয় চত্বরে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। -বিজ্ঞপ্তি
×