ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে সড়কের শতাধিক গাছ কর্তন

প্রকাশিত: ০৪:২০, ১৫ ডিসেম্বর ২০১৬

বাঁশখালীতে সড়কের শতাধিক গাছ কর্তন

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৪ ডিসেম্বর ॥ চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার রুহুল্লাপাড়া সড়কের দুই পাশে সৃজিত শতাধিক গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। গত ২ দিন থেকে এই গাছ কর্তন শুরু করলেও এলাকাবাসী এই নিয়ে বুধবার প্রশাসনের বিভিন্ন দফতরে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছিল। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে গেলে শতাধিক গাছের সদ্য কর্তনকৃত অংশের মোথা দেখতে পাই। তাছাড়া এ ঘটনায় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় কাঠ ব্যবসায়ী মোবারক আলী নামে এক ব্যক্তি গাছগুলো কর্তন করছে। কর্তনকৃত শতাধিক গাছের মূল্য আনুমানিক ১০ লক্ষাধিক টাকা হবে বলে স্থানীয়রা জানান। দিনদুপুরে সরকারী সড়কের দুই পাশে সৃজিত গাছ কর্তনের ঘটনায় এলাকায় উত্তেজনা ও ক্ষোভ দেখা দিয়েছে। এদিকে পৌর সদর এলাকার ৬নং ওয়ার্ড কাউন্সিলর দীলিপ চক্রবর্ত্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গাছ কর্তনের বিষয়ে আমি অবগত নই। তবে এ বিষয়ে পৌর মেয়র অনুমতি দিয়েছে বলে শুনেছি। এ ব্যাপারে জানতে চাইলে চুনতি বাঁশখালী অভয়ারণ্য রেঞ্জের জলদী বিট কর্মকর্তা আনিছুজ্জামান শেখ জানান, সড়কের দুই পাশে সৃজিত গাছগুলোর পরিচর্যা ও পরিবর্ধন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব উপকূলীয় রেঞ্জের। তাই এই বিষয়ে আমাদের করার কিছু নেই। এ বিষয়ে বাঁশখালী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দেলোয়ার হোছাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মেয়র মহোদয় অস্ট্রেলিয়া সফরে যাওয়ার পূর্বে ৬নং ওয়ার্ড কমিশনার দীলিপ চক্রবর্ত্তীকে এ বিষয়ে অনুমতি প্রদান করেছে বলে শুনেছি। তবে কোন ধরনের কাগজপত্র আমার হাতে নেই।
×