ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন মাস বেতন পাচ্ছে না বঙ্গবন্ধু সেতুর কর্মচারীরা

প্রকাশিত: ০৪:২০, ১৫ ডিসেম্বর ২০১৬

তিন মাস বেতন পাচ্ছে না বঙ্গবন্ধু সেতুর কর্মচারীরা

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৪ ডিসেম্বর ॥ বঙ্গবন্ধু সেতুতে কর্মরত শতাধিক কর্মকর্তা-কর্মচারী বিবিএর সাইট অফিসের প্রকৌশলীদের গাফিলতির কারণে তিন মাস ধরে বেতন পাচ্ছে না। জানা গেছে, বঙ্গবন্ধু সেতু রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে নিয়োজিত সাবেক এমসিসিসি-এসইএল-ইউডিসি জয়েন্ট ভেঞ্চার কোম্পানির মেয়াদ শেষ হওয়ার পর সেতুটির রক্ষণাবেক্ষণের জন্য নতুন করে কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি অব চায়নাকে (সিসিসিসি) দায়িত দেয়া হয়। অপরদিকে সেতুর টোল আদায়সহ অন্যান্য পরিচালনার জন্য নতুন কোন কোম্পানি নিয়োগ না হওয়ায় দায়িত্ব নেয় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। বিবিএর অধীনে সেতুর টোল আদায় এবং সংশ্লিষ্ট কাজে কর্মরত শতাধিক কর্মকর্তা-কর্মচারী সাইট অফিসের সহকারী প্রকৌশলীদের দায়িত্বহীনতার কারণে তিন মাস ধরে বেতন পাচ্ছে না। এর ফলে এরা এখন আর্থিক কষ্টে দিন কাটাচ্ছে। এছাড়া বিবিএর সাইট অফিসের প্রকৌশলীদের কাছে বেতনের বিষয়ে বলতে গেলে চাকরি হারানোর ভয় দেখানো হচ্ছে বলেও কর্মরত অনেকেই অভিযোগ করেছে। দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছে, যেহেতু বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) সেতুর রক্ষণাবেক্ষণ ছাড়া বাকি টোল আদায়সহ অন্যান্য বিষয়ে পরিচালনার দায়িত্বে রয়েছে। সুতরাং সরকারীভাবেই বেতন বা বকেয়া বেতন দিতে হবে কর্মকর্তা-কর্মচারীকে। টেকনিক্যাল সমস্যার কারণে বেতন দিতে দেরি হচ্ছে বলে জানায় তারা। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই অভিযোগ করে, বঙ্গবন্ধু সেতুর বিবিএর সাইট অফিসের প্রধান সহকারী প্রকৌশলী ওয়াশিম আলীকে বকেয়া বেতনের কথা বলতে গেলে চাকরি হারানোর ভয় দেখান তিনি। সেজন্য প্রতিবাদ করার সাহস পাচ্ছে না কেউ। তারা জানায়, চাকরির টাকা দিয়েই আমাদের সংসার চলে। ঘরে খাবার নেই। তিন মাস ধরে বেতন না পাওয়ায় স্ত্রী-সন্তান নিয়ে অর্ধাহার ও অনাহারে দিন কাটাতে হচ্ছে।
×