ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম-কলকাতা রুটে যাত্রা শুরু নভোএয়ারের

প্রকাশিত: ০৩:৫৪, ১৫ ডিসেম্বর ২০১৬

চট্টগ্রাম-কলকাতা রুটে যাত্রা শুরু নভোএয়ারের

চট্টগ্রাম-কলকাতা রুটে যাত্রা শুরু করেছে দেশের অন্যতম শীর্ষ বেসরকারী বিমান সংস্থা নভোএয়ার। বুধবার দুপুরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে প্রথম ফ্লাইট। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম ও কলকাতার মধ্যে মেলবন্ধন সৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ হিসাবে আখ্যায়িত করেন সংস্থাটির কর্মকর্তারা। এ উপলক্ষে বিমানবন্দরের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান প্রমুখ। সপ্তাহে ৩ দিন চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট চলাচল করবে। প্রতি শনি, সোম ও বুধবার একটি করে ফ্লাইট চট্টগ্রাম ছেড়ে যাবে। বিকেল ২টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে উড্ডয়ন করা ফ্লাইট কলকাতায় অবতরণ করবে সেখানকার স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে। আবার কলকাতার স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে ছেড়ে আসা ফ্লাইট চট্টগ্রাম পৌঁছবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে। -স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস আবর্জনা আমদানি করতে যাচ্ছে সুইডেন ঢাকাসহ আমাদের দেশের প্রায় সব জেলার রাস্তায় ময়লা আবর্জনার স্তূপ উপচে পড়তে দেখা যায়। কিন্তু সুইডেনে নাকি এখন আবর্জনার খুব সঙ্কট! আবর্জনা না পেয়ে দেশটির রিসাইকেল কোম্পানিগুলো পড়েছে বিপাকে। তাই অন্য দেশ থেকে আবর্জনা আমদানি করতে যাচ্ছে সুইডেন। দেশটির চাহিদার প্রায় ষাট শতাংশ বিদ্যুত উৎপন্ন হয় রিসাইকেল করা প্লান্ট থেকে। গত বছর সুইডিশদের বাড়ি-ঘরে যে আবর্জনা পাওয়া গেছে, সেগুলোর মাত্র ১ শতাংশ সংগ্রহ করতে পেরেছে আবর্জনা যেখানে জমা রাখা হয় সেই প্রাতিষ্ঠানগুলো। এ প্রসঙ্গে সুইডিশ ওয়েস্ট ম্যানেজমেন্ট রিসাইক্লিং এ্যাসোসিয়েশনের পরিচালক আনা কারিন গ্রিপওয়াল বলেন, ‘সুইডিশরা পরিবেশের বিষয়ে অনেক সচেতন। আমরা দীর্ঘদিন জনগণকে বুঝিয়েছি ঘরের আবর্জনা যেন বাইরে না ফেলে।’ অনেক আগে থেকেই ব্যাপক রিসাইক্লিং নীতি অবলম্বন করে আসছে সুইডেন। এমনকি প্রাইভেট কোম্পানিগুলোও আবর্জনা রিসাইকেল করে। -অর্থনৈতিক রিপোর্টার
×