ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজ শুরু হচ্ছে ল্যাপটপ মেলা

প্রকাশিত: ০৩:৫৩, ১৫ ডিসেম্বর ২০১৬

আজ শুরু হচ্ছে ল্যাপটপ মেলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ‘প্রযুক্তিতে মুক্তি’ সেøাগানে বৃহস্পতিবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বসছে তিন দিনের ‘টেকশহর ডটকম ল্যাপটপ ফেয়ার ২০১৬’। এক্সপো মেকারের আয়োজনে এটি দেশের ১৮তম ল্যাপটপ প্রদর্শনী। এবারের আয়োজনে ১টি মেগা প্যাভিলিয়ন, ৬টি প্যাভিলিয়ন, ৬টি মিনি প্যাভিলিয়ন ও ৪৪ স্টলে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই সবার জন্য মেলা উন্মুক্ত করা হবে। তবে এদিন বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এক্সপো মেকারের পরিচালনা বিভাগের প্রধান ও মেলার সমন্বয়ক নাহিদ হাসনাইন সিদ্দিকী জানান, ২০০৮ সাল থেকে প্রতিবছর এই মেলা আয়োজন করা হচ্ছে। ঢাকার বাইরেও আমরা মেলা করেছি। পূর্বের মেলাগুলোতে শিক্ষার্থী, তরুণ প্রজন্মসহ সকলের অংশগ্রহণ ছিল প্রত্যাশার চেয়েও বেশি। প্রত্যাশা করছি এবারের মেলা আগের রেকর্ড ছাড়িয়ে যাবে। এবারের মেলায় এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, ওয়ালটন, লাভা, এ্যাভিরা, আই-লাইফ, ইসেট, রাপ্পো, লিনেক্স, রিভসহ বিভিন্ন ব্র্যান্ড অংশ নিচ্ছে। ল্যাপটপের পাশাপাশি পাওয়া যাবে ট্যাবলেট কম্পিউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও আনুসঙ্গিক গ্যাজেট। বিশেষ ছাড়, উপহারের পাশাপাশি মেলায় বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। নানা জটিলতায় বন্ধ হয়ে যাচ্ছে খুলনার শিল্প-কারখানা অর্থনৈতিক রিপোর্টার ॥ নানা জটিলতায় টিকতে পারছে না খুলনার শিল্প-কারখানা। একে একে বন্ধ হয়ে গেছে উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান। অনেক প্রতিষ্ঠান হারিয়েছে অস্তিত্ব। শিল্প উদ্যোক্তাদের মতে, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি সমস্যা ও মংলা বন্দরে জাহাজ স্বল্পতার কারণে শিল্প বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। ব্যবসায়ী নেতারা বলছেন, বর্তমান সঙ্কট মোকাবেলায় সরকারের নজরদারি প্রয়োজন। প্রতিকূল পরিবেশের কারণে খুলনাঞ্চলে বিকশিত হতে পারছে না ভারি, মাঝারি ও ক্ষুদ্র শিল্প। ফলে গত এক দশকে এ অঞ্চল থেকে অস্তিত্ব হারিয়েছে প্রায় তিন শতাধিক শিল্প-কারখানা। বিনিয়োগ বোর্ড সূত্রে জানা যায়, খুলনা বিভাগের ১০ জেলায় ২০১৫ সাল পর্যন্ত নিবন্ধিত উৎপাদনমুখী শিল্প কল-কারখানা ছিল ৯৬১টি। গড়ে ওঠা ওইসব শিল্প কারখানার মধ্যে বর্তমানে চালু রয়েছে ৪১৫টি। বাস্তবায়নাধীন আছে ২১০টি। শিল্প প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের মতে, খুলনায় জমি ও শ্রম বাজার সস্তা হলেও ব্যাংক ঋণ, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, উৎপাদন মূল্য বৃদ্ধি, জ্বালানি সমস্যার কারণে এ অঞ্চলে শিল্প বিনিয়োগে আগ্রহী হচ্ছে না অনেকে। মাঝারি শিল্প প্রতিষ্ঠানের মালিকরা বলেন, বিদ্যুত সব সময় যায়। বৃষ্টির সময় এখানে পানি জমে যায়। আর ব্যাংক থেকে ঋণ নেয়া সম্ভব হয় না। এদিকে শিল্প উদ্যোক্তাদের মতে, বিদ্যুত সমস্যা ও মংলা বন্দরে জাহাজ স্বল্পতার কারণে এ অঞ্চলে শিল্প বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
×