ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জিপিএইচের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৩:৫৩, ১৫ ডিসেম্বর ২০১৬

জিপিএইচের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে জিপিএইচ ইস্পাত লিমিটেড। চট্টগ্রামে মঙ্গলবার অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়। সভায় জানানো হয়, গ্রাহক, সরবরাহকারী ও অংশীদারদের অনুপ্রাণিত করার পাশাপাশি এই প্রতিষ্ঠান দেশজ উন্নয়নে সহযোগীর ভূমিকা রাখায় সচেষ্ট রয়েছে। চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত জিপিএইচ ইস্পাত লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোঃ আলমগীর কবির। উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলমাস শিমুল, মোঃ আব্দুল আহাদ, মোঃ আজিজুল হক, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মোঃ সালেহ্ জহুর, মোঃ বেলায়েত হোসেন, নির্বাহী পরিচালক আবু বকর সিদ্দিক, প্রধান অর্থ কর্মকর্তা কামরুল ইসলাম এবং কোম্পানি সচিব আরাফাত কামাল ও শেয়ারহোল্ডারবৃন্দ। সভায় ৩০ জুন, ২০১৬ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন, সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিবেদন এবং পরিচালনা পর্ষদের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। বার্ষিক সাধারণ সভায় সভাপতি মোঃ আলমগীর কবির বলেন, ইস্পাত শিল্পে জিপিএইচ আধুনিক প্রযুক্তি ও অবকাঠামোগত নিরাপত্তা বিধানের জন্য উচ্চমানসম্পন্ন ও ভূমিকম্পসহনীয় গ্রেডেড ইস্পাত তৈরি করছে। ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, জিপিএইচ দীর্ঘদিনের শ্রমলব্ধ প্রচেষ্টার ফসল হিসেবে ২০১৬ এর জানুয়ারির দিকে কুমিরায় প্লান্ট সম্প্রসারণের জন্য প্রাইমেটাল্স টেকনোলজিস অব অস্ট্রিয়া জিএমবিএইচের সঙ্গে অত্যাধুনিক স্টেট অব আর্ট লং-স্টীল প্রযুক্তি ও প্রয়োজনীয় মেশিনারি সরবরাহের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। দেশে পরিবেশবান্ধব শিল্পায়নের মাধ্যমে আমদানির বিকল্প সৃষ্টি, বৈদেশিক মুদ্রা এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্যাস ও বিদ্যুত সাশ্রয়ী প্রকল্প হাতে নিয়েছে। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল শেয়ারহোল্ডারদের মালিক আখ্যায়িত করে বলেন, আপনাদের বিনিয়োগ শতভাগ নিরাপদ থাকবে।
×