ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকার বাজারে সূচকের বড় উত্থান

লেনদেন হাজার কোটি টাকা সূচক ৪৯শ’ পয়েন্ট

প্রকাশিত: ০৩:৫০, ১৫ ডিসেম্বর ২০১৬

লেনদেন হাজার কোটি টাকা সূচক ৪৯শ’ পয়েন্ট

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্যসূচকের বড় ধরনের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেশিরভাগ কোম্পানির দরবৃদ্ধির কারণে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০৬ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসইতে লেনদেনও হাজার কোটি টাকা ছাড়িয়েছে। চলতি বছরে দুই কার্যদিবসে এর আগে হাজার কোটি টাকা ছাড়িয়েছিল প্রধান বাজারের সূচক। অবশ্যই দুই দিনই ব্লক মার্কেটে খুলনা পাওয়ার কোম্পানি ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজের বড় লেনদেনের ঘটনা ঘটেছিল। বুধবারে অবশ্যই ডিএসইতে ব্লক মার্কেটে মোট সাতটি কোম্পানির ৪৮.৮৯ কোটি টাকার লেনদেন হয়েছে। একদিনের সরকারী ছুটির পর ডিএসইতে সকাল থেকে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। সকাল থেকেই প্রকৌশল খাতের বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, একটিভ ফাইন, লাফার্জ সুরমার মতো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে থাকে। দিন শেষেও যা অব্যাহত থাকে। দিনটিতে বিল্ডিং সিস্টেম নামের কোম্পানিরই প্রায় ৭০ কোটি টাকার লেনদেন হয়েছে। এই দিনে বিল্ডিং সিস্টেম ও বেঙ্গল উইন্ডসরের বিক্রেতাশূন্য অবস্থায় লেনদেন হয়েছে। এদিকে বুধবারে ডিএসইর ব্রোকারেজ এসোসিয়েশনের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল বাজারে বিনিয়োগ বাড়াতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করেন। সেখানে বাজারে স্থিতিশীলতা ফেরাতে ঋণাত্মক পোর্টফলিকে সচল করার জন্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন। সেখানে স্থবির হয়ে যাওয়া পোর্টফলিওগুলোতে শেয়ার কেনা-বেচার উপযোগী করার নীতি নির্ধারণী সিদ্ধান্ত আশা করা হয়। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে এক হাজার ৬৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৩২৩ কোটি ৩৯ লাখ টাকা বা ৪৪ শতাংশ বেশি। আগের দিন এ বাজারে ৭৪১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯০৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচকও ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৯৭ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, লাফার্জ সুরমা সিমেন্ট, একটিভ ফাইন, এ্যাপোলো ইস্পাত, আরএসআরএম স্টিল, ইফাদ অটোস, মবিল যমুনা বিডি, বিডি থাই ও সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, গোল্ডেন হার্ভেস্ট, মুন্নু সিরামিক, ইউনিয়ন ক্যাপিটাল, সি এ্যান্ড এ টেক্সটাইল, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ন্যাশনাল হাউজিং এ্যান্ড ফিন্যান্স, প্রাইম টেক্সটাইল ও বিজিআইসি। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, মডার্ন ডাইং, দুলা মিয়া কটন, ফেডারেল ইন্স্যুরেন্স, তসরিফা ইন্ডাস্ট্রিজ, লিব্রা ইনফিউশন, ফরচুন সুজ, ন্যাশনাল টিউবস ও মুন্নু স্টাফলারস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৬৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। সিএসইতে লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জিপিএইচ ইস্পাত, এপেক্স ফুটওয়ার, এ্যাপোলো ইস্পাত, একটিভ ফাইন, বিডি থাই, ফার কেমিক্যাল ও ফরচুন সুজ।
×