ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে জাতীয় সঙ্গীতের সময় বসে থাকায় গ্রেফতার ১২

প্রকাশিত: ০৩:৪৯, ১৫ ডিসেম্বর ২০১৬

ভারতে জাতীয় সঙ্গীতের সময় বসে থাকায় গ্রেফতার ১২

ভারতের কেরেলা অঙ্গরাজ্যের ত্রিভানদ্রাম শহরে সিনেমা শুরু হওয়ার আগে পর্দায় জাতীয় সঙ্গীত চলার সময় সিটে বসে থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ কথা জানায়। খবর ওয়েবসাইটের। সোমবার সন্ধ্যায় একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকরা সিনেমা দেখতে যান। সিনেমা শুরুর আগে জাতীয় সঙ্গীত চলার সময় বেশ কিছু দর্শক দাঁড়িয়ে সম্মান প্রদর্শন না করে তাদের নিজেদের সিটে বসে থাকেন। জাতীয় সঙ্গীত অবমাননাকারী এমন ১২ জনকে গ্রেফতার করা করা হয়েছে। ভারতীয় সুপ্রীমকোর্ট সিনেমা শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশন বাধ্যতামূলক করেছেন। একই সঙ্গে এ সময় দর্শকদের দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের নির্দেশনা দেয়া হয়েছে। এ বিধি অমান্য করলে রয়েছে শাস্তির ব্যবস্থা। ১৯৬০-৭০ দশকে সিনেমা শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশন ও দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের বিষয়টি যথাযত মর্যাদায় পালন করা হতো। কিন্তু বর্তমানে তা আগের মতো পালন করা হয় না। রোবট নিয়োগ... আউটসোর্সিং জগতের বড় নাম ক্যাপিটা। তারা জানিয়েছে, দু’হাজার কর্মীকে ছাঁটাই করা হবে। তার বদলে নিয়োগ করা হবে রোবটকে। ধারণা করা হচ্ছে, এভাবে চলতে থাকলে দ্রুতই দশ লাখ লোক কর্মহীন হয়ে পড়বেন। করপোরেট ক্লায়েন্টদের সঙ্গে ব্যবসা ভালভাবে করার জন্য তারা কাজটি করতে চাচ্ছে। -গার্ডিয়ান শিক্ষিকা আত্মগোপনে! যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অরেঞ্জ কাউন্টির কোস্টা মেসা এলাকার অরেঞ্জ কোস্ট কলেজের হিউম্য সেক্সুয়ালিটি শিক্ষিকা ওলগা পেরেজ স্ট্যাবল কক্স ডোনাল্ড ট্রাম্পের নির্বচনী প্রচারণা ও এর ফলাফলকে সন্ত্রাসী কাজ বলে উল্লেখ করে মন্তব্য করায় তাকে হত্যার হুমকি দেয় হচ্ছে। এতে করে তিনি আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন। ওলগার বক্তব্যের ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে ট্রাম্পের সমর্থকরা ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার হুমকি দেন। বক্তব্যটি দেয়ার সময় এক ছাত্র গোপনে তা রেকর্ড করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। -এএফপি
×