ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সত্যি হলো গুঞ্জন

রোনাল্ডোই জিতলেন ব্যালন ডি’অর

প্রকাশিত: ০৮:২২, ১৩ ডিসেম্বর ২০১৬

রোনাল্ডোই জিতলেন ব্যালন ডি’অর

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে গুঞ্জন আর অনুমানই সত্যি হলো। ১৬ সালের ব্যালন ডি’অর এ্যাওয়ার্ড জিতে নিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সোমবার রাতে প্যারিসে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ফরাসী সাময়িকী ‘ফ্রান্স’ ফুটবলসেরা হিসেবে রোনাল্ডোর নাম ঘোষণা করে। সাংবাদিকদের ভোটে এবারসহ চতুর্থবার ব্যালন ডি’অর খেতাব জিতলেন সি আর সেভেন। মর্যাদার এ লড়াইয়ে রোনাল্ডো পেছনে ফেলেছেন এ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসী ফরোয়ার্ড এ্যান্টোনিও গ্রিজম্যান, বার্সিলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, নেইমারসহ প্রতিদ্বন্দ্বী সবাইকে। ১৯৫৬ সাল থেকে শুরু হয় ব্যালন ডি’অর। আর ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার এ্যাওয়ার্ড চালু হয় ১৯৯১ সালে। এরপর ২০০৯ সাল পর্যন্ত দুটি পুরস্কার আলাদাভাবে দেয়া হয়েছিল। কিন্তু প্রতিবারই দেখা যেত একই ব্যক্তির হাতে উঠছে দুটি পুরস্কার। যে কারণে ২০১০ সাল থেকে এক চুক্তির মধ্য দিয়ে ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা একীভূত করা হয়। সেই থেকে ফিফা ব্যালন ডি’অর পুরস্কার দিয়ে আসছিল ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন ও ফিফা। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গত সেপ্টেম্বর থেকে আবারও পুরস্কার দুটি আলাদা হয়ে গেছে। এবার ব্যালন ডি’অর নির্বাচনের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফরাসী সাময়িকী ফ্রান্স ফুটবল। অনুমিতভাবেই তালিকায় জায়গা পান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, গ্যারেথ বেল, এ্যান্টোনিও গ্রিজম্যান, লিওনেল মেসি, নেইমার, সুয়ারেজসহ আরও অনেকে। ব্যালন ডি’অর আলাদা হওয়ার পাশাপাশি নিয়ম-কানুনেও ব্যাপক পরিবর্তন আনা হয়। বিশ্বের সেরা ফুটবলারের মর্যাদার পুরস্কার দেয়া ফরাসী সাময়িকী ফ্রান্স ফুটবল জানায়, সংক্ষিপ্ত তিন জনের তালিকা আর ঘোষণা করা হবে না। প্রাথমিকভাবে নির্বাচিত ৩০ জন খেলোয়াড়ের মধ্য থেকেই বর্ষসেরা ফুটবলার বেছে নেয়া হবে। লম্বা এই তালিকা থেকে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়েছেন ৩১ বছর বয়সী রোনাল্ডো। ফ্রান্স ফুটবল কর্তৃক বর্ষসেরা খেলোয়াড়ের নাম ঘোষণার সপ্তাহখানেক আগেই অবশ্য ফাঁস হয়ে যায় এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। আর এই তথ্য ফাঁস করে দেয় স্পেনের পত্রিকা ‘মুন্ডো ডেপোর্টিভো’। বার্সিলোনাভিত্তিক এ পত্রিকা গত সপ্তাহেই জানিয়ে দিয়েছিল, লিওনেল মেসিকে টপকে এবারের ব্যালন ডি’অর জিতবেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত রাতে এই গুঞ্জনের সত্যতা মিলেছে। প্রত্যাশিতভাবেই এবার ব্যালন ডি’অর জিতলেন সি আর সেভেন। গত মৌসুমে শিরোপা ও নৈপুণ্যের বিচারে এগিয়ে ছিলেন তিনিই। আগের মৌসুমে রোনাল্ডো রিয়াল মাদ্রিদকে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা উপহার দেন। শুধু তাই নয়, এ বছর নিজ দেশ পর্তুগালকে প্রথমবারের মতো ইউরোর ট্রফি পাইয়ে দেন। ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডো এবার ফিফা বর্ষসেরার দৌড়েও এগিয়ে। আগামী বছরের ৯ জানুয়ারি জুরিখে ঘোষণা করা হবে ফিফাসেরা তারকার নাম।
×