ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের মন্তব্যে বেজিংয়ের গভীর উদ্বেগ

প্রকাশিত: ০৮:১১, ১৩ ডিসেম্বর ২০১৬

ট্রাম্পের মন্তব্যে বেজিংয়ের গভীর উদ্বেগ

জনকণ্ঠ ডেস্ক ॥ চীন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘এক চীননীতি’ বদলানোর মন্তব্যে সোমবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক চীননীতি পরিবর্তনের বিষয় চিন্তা-ভাবনা করছে ওয়াশিংটন-ট্রাম্পের এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বেজিং নতুন মার্কিন প্রশাসনকে এক চীননীতির প্রতি অবিচল থাকার আহ্বান জানিয়েছে। খবর সিনহুয়ার। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং নিয়মিত প্রেসব্রিফিংয়ে বলেন, এক চীননীতি হচ্ছে মার্কিন-চীন সম্পর্কেও রাজনৈতিক ভিত্তি। তিনি বলেন, এই ভিত্তি ক্ষতিগ্রস্ত হলে দুদেশের সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন ও সহযোগিতার প্রধান প্রধান ক্ষেত্র মারাত্মকভাবে বিঘিœত হবে। জেং বলেন, তাইওয়ান ইস্যুর সঙ্গে চীনের প্রধান স্বার্থ নিহিত রয়েছে। এর সঙ্গে চীনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখ-তা ওতপ্রোতভাবে জড়িত।
×