ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জবি সম্মানে ভর্তির চতুর্থ মেধা তালিকা প্রকাশ

প্রকাশিত: ০৭:৪৭, ১৩ ডিসেম্বর ২০১৬

জবি সম্মানে ভর্তির চতুর্থ মেধা তালিকা প্রকাশ

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ‘এ’, ‘বি’, ‘ডি’ ও ‘ই’ ইউনিটের ৪র্থ মেধা তালিকা এবং ‘সি’ ইউনিটের ৩য় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ’, ‘বি’, ‘ডি’ ও ‘ই’ ইউনিটের ৪র্থ মেধা তালিকায় মনোনীত শিক্ষার্থীদের ১৪ ও ১৫ ডিসেম্বর-এর মধ্যে, ‘সি’ ইউনিটের ৩য় মেধা তালিকায় মনোনীত শিক্ষার্থীদের ১৫ ডিসেম্বর-এর মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এছাড়া ‘এ’, ‘বি’ ও ‘ডি’ ইউনিটের ৩য় মাইগ্রেশন তালিকা এবং ‘সি’ ইউনিটের ২য় মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে। মাইগ্রেশনে তালিকাভুক্ত শিক্ষার্থীদের অনতিবিলম্বে মাইগ্রেশনের মাধ্যমে প্রাপ্ত নতুন বিভাগে যোগাযোগ করতে হবে। মনোনীত শিক্ষার্থীদের ১৪ ও ১৫ ডিসেম্বর-এর মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এদিকে, আজ ১৩ ডিসেম্বর সরকারী ছুটি হওয়ায় ‘বি’ ও ‘ই’ ইউনিটের কোটায় সাক্ষাতকার ১৩ ডিসেম্বর-এর পরিবর্তে ২ জানুয়ারি, ২০১৭ সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত কলা অনুষদের ডিন কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে।
×