ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একই ঘটনায় এসপিকে তলব

আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন গাইবান্ধার ডিসি

প্রকাশিত: ০৭:৪৪, ১৩ ডিসেম্বর ২০১৬

আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন গাইবান্ধার ডিসি

স্টাফ রিপোর্টার ॥ সাঁওতালদের সঙ্গে সংঘর্ষের ঘটনা নিয়ে হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে উল্লেখিত ‘বাঙালি দুষ্কৃতকারী’ অংশের ব্যাখ্যা দিতে আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন গাইবান্ধার ডিসি আবদুস সামাদ। ক্ষমা প্রার্থনার পর তাকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। তবে একই ঘটনায় এবার গাইবান্ধা জেলা পুলিশের বিশেষ শাখার (স্পেশাল ব্রাঞ্চ) এসপিকে তলব করা হয়েছে। যাবজ্জীবন সাজার বিচার কেন ভ্রাম্যমাণ আদালতে করা হলো তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে এ ব্যাখ্যা দিতে হবে। ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারা পুরোপুরি বাস্তবায়ন না করে গাজীপুরে নির্বাচিত সিটি গাসিক মেয়র এমএ মান্নানকে গ্রেফতার করা যাবে না মর্মে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপীল বিভাগ। অন্যদিকে ইংরেজী মাধ্যম স্কুলের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর ৭ শতাংশ ভ্যাট আরোপের যে সিদ্ধান্ত রয়েছে তা অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। সোমবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। সাঁওতালদের ‘বাঙালি দুষ্কৃতকারী’ অংশের ব্যাখ্যা দিতে আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে অব্যাহতি পেয়েছেন গাইবান্ধার ডিসি আবদুস সামাদ। সোমবার ডিসি হাইকোর্টে উপস্থিত হয়ে নিজের ব্যাখ্যা প্রদান করেন। তিনি জানান, বাঙালিকে দুষ্কৃতকারী উল্লেখ করে দেয়া ওই প্রতিবেদনের ব্যবস্থা করেছেন জেলা পুলিশ সুপার। এরপর এসপিকে তলবের আদেশ দেয় আদালত। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। ব্যাখ্যা প্রদান করতে হবে যাবজ্জীবন সাজার বিচার কেন ভ্রাম্যমাণ আদালতে করা হলো তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে এ ব্যাখা দিতে হবে। একই সঙ্গে আগামী ২৯ জানুয়ারি (রবিবার) এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট হলেন পাবনার ঈশ্বরদী ইউএনও মোহাম্মদ জাকির হোসেন। ইংরেজী মাধ্যম ভ্যাট আরোপ অবৈধ ॥ ইংরেজী মাধ্যম স্কুলের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর ৭ শতাংশ ভ্যাট আরোপের যে সিদ্ধান্ত রয়েছে তা অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল গ্রহণ (যথাযথ) করে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দিয়েছে। রায়ের ফলে জানুয়ারি মাস থেকে ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের ভ্যাট দিতে হবে না বলে জানান আইনজীবী।
×