ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর শোক

২১ আগস্ট গ্রেনেড হামলার শিকার শিউলীর মৃত্যু

প্রকাশিত: ০৭:৪৩, ১৩ ডিসেম্বর ২০১৬

২১ আগস্ট গ্রেনেড হামলার শিকার শিউলীর মৃত্যু

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় গুরুতর আহত শিউলী পারভীন সোমবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ক্যান্সারে ভুগছিলেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। খবর বাসসর। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকার ক্যান্টনমেন্ট থানা মহিলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শিউলী পারভীনের অবস্থা দেখার জন্য গত ১০ সেপ্টেম্বর ইউনাইটেড হাসপাতালে যান। সোমবার এক শোক বাণীতে প্রধানমন্ত্রী দলে শিউলী পারভীনের অবদানের কথা স্মরণ করে বলেন, রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে অংশ নিয়ে শিউলী পারভীন ২১ আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়েছিলেন। শেখ হাসিনা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ২১ আগস্টের ওই গ্রেনেড হামলায় মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী এবং তৎকালীন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৪ নেতাকর্মী নিহত এবং অপর পাঁচশ’ লোক স্পিøন্টারে আহত হন।
×