ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গুলশানে সাড়ে ৪শ’ টেলিফোন ও নেট বিকল, সারানোর কাজ চলছে

প্রকাশিত: ০৭:৩১, ১৩ ডিসেম্বর ২০১৬

গুলশানে সাড়ে ৪শ’ টেলিফোন ও নেট বিকল, সারানোর কাজ চলছে

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করা সত্ত্বেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঠিকাদার গুলশান রোড নং-৮ এলাকায় এক্সকাভেটর মেশিন দিয়ে রাস্তা খননের সময় বিটিসিএলের ডাক্ট লাইন, অপটিক্যাল ফাইবার, প্রাইমারি কেবল, সেকেন্ডারি কেবল এবং একটি কেবিনেট ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত করার কারণে উক্ত কেবিনেট থেকে চালু ৪৫০ টি টেলিফোন ও উক্ত এলাকার ইন্টারনেটসহ যাবতীয় টেলিফোন যোগাযোগ ব্যবস্থা গত ১০ ডিসেম্বর রাত থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। ফলে গুলশান রোড নং-১ হতে রোড নং-৯ এবং এর সংশ্লিষ্ট এ্যাভিনিউর সম্মানিত গ্রাহকবৃন্দের সকল টেলিফোন এবং ইন্টারনেট সার্ভিস অকেজো হয়ে আছে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করা হচ্ছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ক্যাবল মেরামতের কাজ শুরু হয়েছে এবং আশা করা যায় আগামী ৭ দিনের মধ্যে টেলিফোনসমূহ পুনরায় চালু করা সম্ভব হবে। সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
×