ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গণধর্ষণের শিকার নারী শ্রমিক

রাজধানীতে মাথায় পাইপ পড়ে শ্রমিক নিহত

প্রকাশিত: ০৭:২৬, ১৩ ডিসেম্বর ২০১৬

রাজধানীতে মাথায় পাইপ পড়ে শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শনির আখড়ায় পাইলিংয়ের পাইপ মাথায় পড়ে অন্তর নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক বন্দীর মারা গেছে। এদিকে মোহাম্মদপুরের একতা হাউসিং এলাকায় এক নারী শ্রমিক (১৬) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে শনির আখড়ায় পাইলিংয়ের পাইপ মাথায় পড়ে নিহত অন্তরের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায়। দুপুরে পাটেরবাগ শিয়া মসজিদ সংলগ্ন একটি নির্মাণাধীন বাড়িতে পাইলিং কাজ করার সময় অন্তরের মাথার ওপর পাইপ এসে পড়লে তার মৃত্যু হয়। বন্দীর মৃত্যু ॥ ঢাকা কেন্দ্রীয় কারাগারের কাওছার আহমেদ টিপু (৪১) নামে এক বন্দী। সোমবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে ভাষানটেক থানায় মাদক মামলার আসামি ছিল। গণধর্ষণ ॥ মোহাম্মদপুরের একতা হাউসিং এলাকায় এক নারী শ্রমিক (১৬) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে তাকে ঢাকা মেডিক্যালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রকিব নামে একজনকে আটক করা হয়েছে।
×