ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজয় দিবসে মুক্তি পাচ্ছে ‘লাল সবুজের সুর’

প্রকাশিত: ০৬:৩২, ১৩ ডিসেম্বর ২০১৬

বিজয় দিবসে মুক্তি পাচ্ছে ‘লাল সবুজের সুর’

স্টাফ রিপোর্টার ॥ বরেণ্য শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘লাল সবুজের সুর’ আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে মুক্তি পেতে যাচ্ছে । সরকারি অনুদানের এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। এতে অভিনয় করেছেন ওমর সানী, সুব্রত, সেরা জামান, রফিকুল্লাহ সেলিম, ঝুনা চৌধুরী, শিশুশিল্পী মাহি ও লিখন প্রমুখ। চলচ্চিত্রের গল্পে দেখা যাবে ইমনের বাবা-মা একাত্তরের ২৫ মার্চের কালো রাত্রির পর ঢাকা ছেড়ে ইছাপুর গ্রামে আশ্রয় নেয়। সেখানে বাদল নামের এক কিশোরের সঙ্গে ইমনের পরিচয় হয়। ঢাকায় মিলিটারীরা বাদলের বাবা-মাকে মেরে ফেলেছে। সে প্রতিশোধ নেয়ার জন্য গ্রামে এসে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দেয়।
×