ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তানভীর তারেকের সঙ্গীতে গাইলেন তিন শিল্পী

প্রকাশিত: ০৬:৩১, ১৩ ডিসেম্বর ২০১৬

তানভীর তারেকের সঙ্গীতে গাইলেন তিন শিল্পী

স্টাফ রিপোর্টার ॥ তানভীর তারেকের সঙ্গীত পরিচালনায় ১৬তম সিজেএফবি পারফর্মেন্স এ্যাওয়ার্ডের থিম ট্র্যাকে কণ্ঠ দিলেন মেহরাব, ইলিয়াস ও ঐশী। সম্প্রতি সেলিব্রিটি সাউন্ডল্যাব স্টুডিওতে গানটির রেকর্ড হয়। এ প্রসঙ্গে তানভীর তারেক বলেন, এই সংগঠনের সঙ্গে আমার দীর্ঘসূত্রিতা। হয়ত সঙ্গীত নিয়ে ব্যক্তিগত ব্যস্ততায় আর সাংগঠনিকভাবে থাকা হয়নি। এবারের থিম ট্র্যাকের ব্যাপারে যখন তারা আমাকে দায়িত্ব দিলেন তখন সানন্দে রাজি হলাম। সময়কে প্রাধান্য দিয়ে ইলেক্ট্রো বিটেই কম্পোজিশনটি তৈরি করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে থিম ট্র্যাকটি পোস্ট করার পর সাড়া ফেলেছে। জানা গেছে আগামী ১৮ ডিসেম্বর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির গুলনকসা হলে ১৬তম ইউরো-সিজেএফবি পারফর্মেন্স এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিবারের মতো এবারও সঙ্গীত, টেলিভিশন ও চলচ্চিত্র মাধ্যমে সেরা তারকাদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। বিশেষ অতিথি থাকবেন সিজেএফবির প্রধান পৃষ্ঠোপোষক গ্লোব সফট ড্রিংসের চেয়ারম্যান হারুনুর রশীদ, এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, ইত্তেফাক হোল্ডিংসের এমডি আরশাদ হোসেন, পারসোনার এমডি কানিজ আলমাস খান, জি নিউজ ডটকমের স্বত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া খালেদ, ভার্সেটাইল মিডিয়ার চেয়ারম্যান আরশাদ আদনান ও অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিজেএফবির সভাপতি এনাম সরকার। পুরস্কার বিতরণের পাশাপাশি থাকবে জনপ্রিয় শিল্পীদের পারফর্মেন্স।
×