ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিজয়ের মাসে ‘বাংলার গান-১’

প্রকাশিত: ০৬:৩১, ১৩ ডিসেম্বর ২০১৬

বিজয়ের মাসে ‘বাংলার গান-১’

স্টাফ রিপোর্টার ॥ মহান এই বিজয়ের মাসে ‘বাংলার গান-১’ শিরোনামে দেশাত্মবোধক গান শ্রোতাদের উপহার দিলেন তরুণ সঙ্গীত পরিচালক বর্ণ চক্রবর্তী। ‘বাংলার গান-১’ এ্যালবামে মোট দশটি মৌলিক গান। গান গেয়েছেন মেজবাহ বাপ্পী, নাহিদ হাসান, সাফায়াত বাঁধন, ফেরদৌসি মৌমিতা ও বর্ণ চক্রবর্তী নিজে। দুটি করে গানে কণ্ঠ দিয়েছেন সবাই। এ্যালবামের গানগুলোর কথা আর সুরে সুরে বাংলার রূপ-সৌন্দর্য ও প্রকৃতির পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। হিউজ স্টুডিওর ব্যানারে এ্যালবামের ৫টি গানের মিউজিক ভিডিও অনলাইনভিত্তিক মিউজিক চ্যানেল ‘হিউজ টিভি’ ও ‘হিউজ স্টুডিও’র নিজস্ব ইউটিউব চ্যানেলে রিলিজ দেয়া হয়েছে। এ্যালবামের ১০টি গানেরই কথা লিখেছেন তাহসানের ‘নীলপরী নীলাঞ্জনা’ এবং ‘প্রেম তুমি’ খ্যাত তরুণ গীতিকার আনোয়ার হোসেন আদর। গানগুলোর সুর ও সঙ্গীতায়োজন করেছেন এই প্রজন্মের গুণী সঙ্গীত পরিচালক বর্ণ চক্রবর্তী। এ এ্যালবাম প্রসঙ্গে সঙ্গীত পরিচালক বর্ণ চক্রবর্তী বলেন, ক্যারিয়ারে অনেক গান করেছি। কিন্তু দেশের গান নিয়ে এ্যালবাম এটাই প্রথম। দেশমাতৃকার প্রতি ভালবাসা থেকেই কাজটি করা। আশা করছি গানগুলো শ্রোতাদের ভাল লাগবে।
×