ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুপার মক কাপ ফুটবলে হার দিয়ে শুরু বাংলাদেশের

প্রকাশিত: ০৬:২৮, ১৩ ডিসেম্বর ২০১৬

সুপার মক কাপ ফুটবলে হার দিয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ মালয়েশিয়ার কুয়ালালামপুরে সোমবার থেকে শুরু হয়েছে কিশোর ফুটবলের নিয়মিত বার্ষিক আসর ‘সুপার মক কাপ ২০১৬।’ এতে অংশ নিচ্ছে বাংলাদেশ অনুর্ধ ১৪ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘সি’তে। যেখানে বাংলাদেশের সঙ্গী মিয়ানমার, জাপানের কাওয়াসাকি ফ্রন্টেল ও মালয়েশিয়ার কুগার্স অনুর্ধ ১৪ দল। সোমবার ভাল খেলেও নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ০-১ গোলে হেরে যায় স্বাগতিক মালয়েশিয়া কুগার্স অনুর্র্ধ ১৪ দলের কাছে। বুকিত জলিলে এমএসএন ফিল্ড ডি তে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ ভাল শুরু করে এবং ম্যাচের ১৭ মিনিটেই গোল করার সুযোগ পায়। কিন্তু ফরোয়ার্ড মিরাজ মোল্লা সুযোগটি কাজে লাগাতে না পারায় এগিয়ে যাওয়া হয়নি বাংলাদেশের। ৩৫ মিনিটে ডি বক্সের ভেতর ডিফেন্ডার জিহানের হাতে বল লাগলে পেনাল্টি পায় মালয়শিয়া। কিন্তু স্বাগতিকরা সুযোগটি কাজে লাগাতে না পারায় এ যাত্রা বেঁচে যায় বাংলাদেশ। গোলপোস্টে লেগে ফিরে আসে বল। খেলার অন্তিম মূহূর্তে (৭০ মিনিটে) গোলরক্ষক ইমন ও একজন ডিফেন্ডারের ভুলে বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পায় মালয়েশিয়া। এবার আর স্বাগতিকরা ভুল করেনি। সুযোগটি কাজে লাগিয়ে মোঃ আলিয়াস বিন আলান ম্যাচের একমাত্র গোলটি করে, সঙ্গে তার দলও আদায় করে নেয় পূর্ণ ৩ পয়েন্ট। হতাশার অনলে দগ্ধ হয় বাংলাদেশ। তাদের পরবর্তী গ্রুপ ম্যাচ আজ মঙ্গলবার, মিয়ানমারের বিপক্ষে। এবারের আসরে কাপ পর্বে উঠতে কমপক্ষে দুইটি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। নইলে প্লেট পর্বে খেলতে হবে। সেনাবাহিনী ও ফ্লেইম গার্লস চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ মার্সেল বিজয় দিবস রাগবি প্রতিযোগিতা সোমবার শেষ হয়েছে। পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী ৫৫-০ পয়েন্টে ফ্লেইম বয়েজ রাগবি ক্লাবকে হারিয়ে এবং মহিলা বিভাগে ফ্লেইম গার্লস রাগবি ক্লাব ১৫-১০ পয়েন্টে টপডিল ডটকম ডট বিডি রাগবি ক্লাবকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। উভয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি ও মেডেল দেয়ার পাশাপাশি পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ আওয়মী লীগের যুব ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), এটিএন বাংলার উপদেষ্টা (চেয়ারম্যান) মীর মোঃ মোতাহার হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী।
×