ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারত-পাকিস্তান ক্রিকেটের সম্ভাবনা নেই!

প্রকাশিত: ০৬:২৭, ১৩ ডিসেম্বর ২০১৬

ভারত-পাকিস্তান ক্রিকেটের সম্ভাবনা নেই!

স্পোর্টস রিপোর্টার ॥ কাশ্মীর হামলা থেকে উদ্ভুত পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কের বরফ এখনও গলেনি। এমতাবস্থায় ভারত-পাকিস্তানের মধ্যে আগামী বছর দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের কোন সম্ভাবনাই দেখছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান নাজাম শেঠী। ‘আমি মনে করি না এই সিরিজ আয়োজনের কোন আভাস রয়েছে। কারণ বর্তমান পরিস্থিতির পরিবর্তনের জন্য সময়ের প্রয়োজন। কিন্তু তাই বলে আমি মনে করি না আগামী বছর ইংল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বে ভারত আমাদের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানাবে।’ বলেন তিনি। পাকিস্তানে ইতোমধ্যেই আন্তঃপ্রাদেশিক কো-অর্ডিনেশন মন্ত্রাণালয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, ভারতের বিপক্ষে ভারতের মাটিতে সব ধরনের ক্রীড়া সম্পর্ক বয়কট করার। শেঠী জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে পিসিবির কাছে যদি কোন ধরনের নির্দেশনা আসে তবে অবশ্যই সেটা অনুসরণ করা হবে। ২০০৮ সালে মুম্বাইয়ে পাকিস্তানী সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক হামলার পর থেকে দুই দেশের দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ রয়েছে। যদিও এ সময়ে বিশ্বকাপ এবং আইসিসির ইভেন্টে একে অপরের মুখোমুখি হয়েছে। তবে আগামী বছর ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ না রাখতে ভারত নাকি আইসিসিকে অনুরোধ জানাবে! তবে আইসিসির কোন ইভেন্টে ভারত পাকিস্তানের বিপক্ষে কোন ম্যাচ খেলতে অস্বীকৃতি জানাবে না বলেই শেঠী বিশ্বাস করেন। আফ্রিদির নেতৃত্বে কাতারে খেলবেন আশরাফুল! স্পোর্টস রিপোর্টার ॥ চলতি বছর ১৩ আগস্ট নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ঘরোয়া ক্রিকেটে খেলার পথ খোলাসা হয়েছে মোহাম্মদ আশরাফুলের। ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত হয়ে ৮ বছর নিষিদ্ধ হয়েছিলেন, সেটা কমে পাঁচ বছর হওয়ায় ঘরোয়া ক্রিকেটে তিনি ফিরেছেন। আর রবিবার অনুর্ধ ১৯ দলের সঙ্গে দিবরাত্রির প্রস্তুতি ম্যাচে ১১০ বলে ১১৫ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। এরপরই আশরাফুল জানান, আগামী ১৮ ডিসেম্বর কাতারে ন্যাশনাল ডে ক্রিকেট কাপের ওয়ানডেতে পাকিস্তানী অলরাউন্ডার শহীদ আফ্রিদির নেতৃত্বে বিশ্ব একাদশের হয়ে খেলবেন। প্রো ইভেন্ট নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অনেক আগেই জানিয়েছিল এবার দেশের জাতীয় দিবসে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করবে তারা। দেশটিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান প্রবাসী থাকায় এ কয়েকটি দেশের ক্রিকেটারদের নিয়েই বিশ্ব একাদশ ও কাতার একাদশ গড়া হয়েছে। দল দুটি ১৬ ডিসেম্বর একটি টি২০ ও ১৮ ডিসেম্বর ওয়ানডে খেলবে। উভয় ম্যাচের নেতৃত্বে থাকবেন আফ্রিদি। শুধু ওয়ানডে দলের জন্য বাংলাদেশ থেকে আছেন আশরাফুল ও জাতীয় দলের সাবেক পেসার মোহাম্মদ শরীফ। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটির পক্ষে এ বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘এই বিশ্ব তারকারা স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে একই ড্রেসিং রুমে থেকে এবং মাঠে খেলে তাদের অভিজ্ঞতাটা ভাগাভাগি করলে খুবই উপকার হবে কাতারের জন্য।’ সাবেক ইংলিশ উইকেটরক্ষক পল নিক্সন আফ্রিদি-আশরাফুলদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
×