ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোহলির শ্রেষ্ঠত্ব মেনে নিলেন কুক

প্রকাশিত: ০৬:২৬, ১৩ ডিসেম্বর ২০১৬

কোহলির শ্রেষ্ঠত্ব মেনে নিলেন কুক

স্পোর্টস রিপোর্টার ॥ ‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’- সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। ব্যাট হাতে যেমন রানের ফুলঝুরি ছোটাচ্ছেন তেমনি দলকেও জেতাচ্ছেন নিয়মিত। মুম্বাইয়ে চতুর্থ টেস্টে ইংল্যন্ডকে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে ভারত। ২৩৫ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছেন কোহলি। এটিকে ‘দারুণ মিষ্টি’ অনুভূতি বলে উল্লেখ করেছেন দেশটির ‘সময়ের শচীন’। অন্যদিকে হারের জন্য নিজেদের বাজে পারফর্মেন্সকে দুষলেও সুপার কোহলি ও তার দলের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন প্রতিপক্ষ অধিনায়ক এ্যালিস্টার কুক। দুজন ঠিক দুই মেরুতে দাঁড়িয়ে। ১৭ টেস্টে অপরাজিত থাকার রেকর্ড ছোঁয়ার পাশাপাশি টানা পাঁচ সিরিজ জিতল কোহলির ভারত। র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে তারা। আর মিরপুর টেস্টে হেরে বাংলাদেশের সঙ্গে সিরিজ ড্র করার পর এই ভরাডুবিতে কুকের নেতৃত্ব থাকবে কিনা, সেই প্রশ্ন উঠে গেছে। কুক বলেন, ‘কোহলি অবিশ্বাস্য ফর্মে। ব্যাট হাতে রান করছে, দলকে একের পর এক সিরিজ জেতাচ্ছে। এটা ওর জন্য স্বপ্নের সময়। অকপটে স্বীকার করছি, কোহলিই এই প্রজন্মের সেরা ব্যাটসম্যান।’ ইংল্যান্ড অধিনায়ক এরপরই ইনিংস ও ৩৬ রানের লজ্জার হারের কারণ ব্যাখ্যায় করতে গিয়ে যোগ করেন, ‘আমি ভেবেছিলাম এই উইকেটে ৪০০ ভাল রান। জেনিংস অভিষেকে দারুণ একটা সেঞ্চুরি পেয়েছে। ২ উইকেটে ২৩০ এর পর প্রথম ইনিংসে স্কোরটা ৪৫০ হওয়া উচিত ছিল। এরপরও আমাদের সামনে সুযোগ ছিল। কিন্তু আমরা সেটা কাজে লাগাতে পারিনি। কোহলিকে ৬০ রানে আউট করার সহজ সুযোগ হাত ছাড়া করেছি। সে ডাবল সেঞ্চুরি নিয়ে ফিরল- এরপর আর কিছু করার থাকে না। সত্যি বলতে আমরা ভারতের সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ হয়েছি।’ কোহলি আসলেই স্বপ্নের সময় কাটাচ্ছেন। সিরিজে এখনও ১ ম্যাচ বাকি। এরই মধ্যে ২ সেঞ্চুরি ও ২ হাফ সেঞ্চুরির সাহায্যে সর্বোচ্চ ৬৪০ রান ভারত অধিনায়কের নামের পাশে। গড় ১২৮! অধিনায়ক কুক ভারতীয় ক্রিকেটের ওয়ান্ডার বয়ের এই শ্রেষ্ঠত্ব মেনে নিলেও সতীর্থ জেমস এ্যান্ডারসন খোঁচা মারতে ছাড়েননি। ইংলিশ পেসার বলেন, ‘কোহলি সেরা কিনা, আমি নিশ্চিত নই। আমার তো মনে হয় ওর টেকনিকে যেসব দুুর্বলতা আছে, ঘরের মাটিতে সেটি প্রকাশ পাচ্ছে না। কারণ এই উইকেট ওর খুব চেনা। সেøা পিচ আমাদের বলের গতি নষ্ট করে দিচ্ছে। ব্যাটের কানায় লাগিয়ে ওকে আউট করার মতো পেস আমরা এখানে পাচ্ছি না। জন্মের পর থেকে স্পিন সহায়ক কন্ডিশনে খেলে আসার একজন ভাল ব্যাটসম্যান সফল হতেই পারে!’ জিমি যাই বলুন, আগের চার সিরিজ জয়ের তুলনায় ইংলিশ বধের আনন্দ যে একটু আলাদা কোহলি সেটি গোপন করেন, ‘বিশেষ অনুভূতি। মাঠে দর্শক সমর্থন জুগিয়েছে। টেস্টে সাম্প্রতিক সময়ে এটাই আমাদের সবচেয়ে মিষ্টি সাফল্য।’ নিজে ম্যাচসেরা হলেও সতীর্থদের ধন্যবাদ জানাতে ভোলেননি কোহলি। ভারত অধিনায়ক বলেন, ‘১৩৬ রানের ইনিংস খেলে বিজয় ওর জাত চিনিয়েছে। জয়ন্ত যাদব অভিষেক সিরিজেই সেঞ্চুরি পেয়েছে। এর চেয়ে ভাল আর হতে পারত না।’ মুম্বইয়ে ১২টিসহ ৪ ম্যাচে ২৭ উইকেট নিয়ে সিরিজে পার্থক্য গড়ে দিয়েছেন স্পিনার রবিচন্দ্র অশ্বিন। নাম্বার ওয়ান বোলারে ফের মুগ্ধ অধিনায়ক। কোহলি বলেন, ‘অশ্বিনকে ব্যাখ্যা করার ভাষা আমার জানা নেই। ওর প্রভাব অসীম।’
×