ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অ-১৪ মহিলা ফুটবল

ময়মনসিংহ-রংপুর ফাইনালে

প্রকাশিত: ০৬:২৫, ১৩ ডিসেম্বর ২০১৬

ময়মনসিংহ-রংপুর ফাইনালে

স্পোর্টস রিপোর্টার ॥ প্রায় শেষের দিকে চলে এসেছে ‘জেএফএ অনুর্ধ-১৪ মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ’ ফুটবলের আসর। ফাইনালে উঠেছে ময়মনসিংহ এবং রংপুর জেলা। আগামী বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বেলা ৩টায় ফাইনাল খেলাটি শুরু হবে। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিতে রংপুর টাইব্রেকারে ঠাকুরগাঁওকে হারায় ৩-১ গোলে। নির্ধারিত সময়ে দু’দলের খেলাটি ড্র হয় ১-১ গোলে। গোল করে বিজিত দলের বেবি ১১ মিনিটে এবং বিজয়ী দলের রাবেয়া ৩৫ মিনিটে। টাইব্রেকারে গোল করে রংপুরের রুমি, রেখা ও নার্গিস। পক্ষান্তরে ঠাকুরগাঁওয়ের মিনি ছাড়া আর কেউ গোল করতে পারেনি। একই ভেন্যুতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমির ম্যাচে সাতক্ষীরা যথাসময়ে মাঠে উপস্থিত না হওয়াতে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী বিজয়ী ঘোষণা করা হয় ময়মনসিংহ জেলা দলকে (২-০ গোলে)। বিজয় দিবস হ্যান্ডবল স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৭ ডিসেম্বর থেকে হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে ‘নিয়াজ-উদয়ন বিল্ডার্স বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা।’ এতে অংশ নেবে পুরুষ বিভাগে : বিজিবি, পুলিশ, আনসার এবং কোয়ান্টাম ফাউন্ডেশন। মহিলা বিভাগে অংশ নেবে : পুলিশ, আনসার, বিজেএমসি এবং হ্যান্ডবল ট্রেনিং সেন্টার। বিজয় দিবস হকি স্পোর্টস রিপোর্টার ॥ বিজয় দিবস হকি প্রতিযোগিতা আগামী ১৯ ডিসেম্বর থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে। এতে দুটি গ্রুপে অংশ নেবে ৬ দল। ‘ক’ গ্রুপে আছেন- বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ। ‘খ’ গ্রুপে খেলবে- বিকেএসপি, বাংলাদেশ বিমান বাহিনী এবং চান্দগাঁও স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে দুপুর ১টায় চান্দগাঁও স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে বিকেএসপির। বিকেল ৩টায় অপর ম্যাচে নৌ বাহিনী মোকাবেলা করবে পুলিশের। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। মহিলা হকি প্রশিক্ষণ স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী ১ জানুয়ারি থেকে এক মাসব্যাপী মহিলা হকি প্রশিক্ষণ কর্মসূচী ঢাকার ধানম-ির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হতে যাচ্ছে। আগ্রহী খেলোয়াদের বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার অফিসে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে যোগাযোগ করতে হবে। জাতীয় কাবাডি স্থগিত স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মিজান জাতীয় কাবাডি প্রতিযোগিতার সব খেলা নিরাপত্তাজনিত কারণে আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে খেলার সময়সূচী জানানো হবে। এদিকে জনকণ্ঠকে দেয়া এক মিনি সাক্ষাতকারে কাবাডি ফেডারেশনের সদস্য এবং সাবেক মহিলা কাবাডি খেলোয়াড় রেহানা পারভীন বলেন, ‘এই টুর্নামেন্টটি যথাসময়ে শুরু না হওয়ার জন্য দায়ী ফেডারেশনের কিছু চিহ্নিত ও বিতর্কিত ব্যক্তি। তারা হলেন- পারভেজ, মান্নান, নজরুল এবং মনির। বিগত চার বছর ধরে এরা ফেডারেশনকে কুক্ষিগত করে রেখেছেন। তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মেরও অভিযোগ আছে। তাদের ওপর শুধু আমার নয়, ফেডারেশনের অন্যদের ক্ষোভ আছে যথেষ্ট। তাদের কার্যক্রমের জন্য এই কাবাডি টুর্নামেন্টটি শুরু না হয়ে বরং ফেডারেশনের অফিসে তালা ঝুলছে।
×