ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইংলিশদের বিধ্বস্ত করে সিরিজ ভারতের

প্রকাশিত: ০৬:২৫, ১৩ ডিসেম্বর ২০১৬

ইংলিশদের বিধ্বস্ত করে সিরিজ ভারতের

স্পোর্টস রিপোর্টার ॥ মুম্বাই টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ৩৬ রানের বড় ব্যবধানে বিধ্বস্ত করে এক ম্যাচ হাতে রেখেই পাঁচ টেস্টের সিরিজ ৩-০ তে জিতে নিল ভারত। ২৩১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ১৮২ রানে ৬ উইকেট হারানোর পর আগের দিনই ইংলিশদের হার অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। দেখার ছিল, এ্যালিস্টার কুকের দল ইংনিংস হারের লজ্জা এড়াতে পারে কিনা। কিন্তু ফের রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিবিষে দিশেহারা সফরকারীরা শেষ দিনে আর ১৩ রান যোগ করতেই প্যাকআপ, গুটিয়ে গেছে ১৯৫ রানে। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ৪০০। ভারত একমাত্র ইনিংসে করে ৬৩১ রান। যেখানে ২৩৫ রানের ম্যারাথন ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। এ নিয়ে রেকর্ড ১৭ টেস্টে অপরাজিত থাকার রেকর্ড ছোঁয়ার পাশাপাশি টানা পাঁচ সিরিজ জিতল ‘নাম্বার ওয়ান’রা। পাশাপাশি ২০০৮ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল ভারত! চেন্নাইয়ে শুক্রবার শুরু আনুষ্ঠানিকতার পঞ্চম ও শেষ টেস্ট। সোমবার শেষদিনে বাকি ৪ উইকেট নিয়ে কুকের দল টিকতে পেরেছে মাত্র ৮ ওভার। কার্যত অশ্বিনের ওই ৪ ওভারেই শেষ হয়ে গেছে ইংলিশরা! চতুর্থদিন শেষে তার নামের পাশে ছিল ২ উইকেটে, ২৪ বলের ম্যাজিকে সেটিকেই ৬Ñএ উন্নীত করেছেন র‌্যাঙ্কিংয়ের সেরা বোলার। প্রতি ওভারে একজন করে ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন তিনি। শুরু করেছেন প্রতিরোধ গড়ার জনি বেয়ারস্টোকে (৫১) এলবিডব্লিউ করে। এরপর টানা তিন ওভারে ক্রিস ওকস (০), আদিল রশিদ (২) ও জেমস এ্যান্ডারসনকে (২) তুলে নিয়ে ভারতকে উদযাপনের সুযোগ করে দেন ৩০ বছর বয়সী তুখোড় ডানহাতি অফস্পিনার। প্রথম ইনিংসেও নিয়েছিলেন ৬ উইকেটে, ম্যাচে ১২। সব মিলিয়ে ৪৩ টেস্টে সপ্তমবারের মতো ম্যাচে ১০ উইকেট নিলেন অশ্বিন। এক্ষেত্রে সিডনি বার্নেস (২৭ টেস্ট) ও ক্লারি গ্রিমিটের (৩৭ টেস্ট) পরই তার অবস্থান। দুরন্ত ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা হয়েছেন কোহলি, তবে ৪ ম্যাচেই ২৭ উইকেট নিয়ে সিরিজসেরার দৌড়ে এগিয়ে অশ্বিন। ভারতের হয়ে এক সিরিজে সর্বাধিক উইকেট শিকারের তালিকায় আছেন তৃতীয় স্থানে। সামনে অনিল কুম্বলে (৩৫) ও হরভজন সিং (২৫)। সিরিজে এখনও একটি ম্যাচ বাকি। অশ্বিন রেকর্ডটা নতুন করে লিখলে অবাঁক হওয়ার কিছু থাকবে না। মাত্র ৪৩ টেস্টেই তার উইকেট এখন ২৪৭টি। ভারতের হয়ে সামনে কেবল কুম্বলে (৬১৯) ও হরভজন (৪১৭)। এত হতাশার মাঝে ইংল্যান্ডের সান্ত¡না, মাইকেল ভনের পর দ্বিতীয় ইংলিশ ব্যাটসম্যান এক ক্যালেন্ডার ইয়ারে ১৪শ’ রানের মাইলফক ছুঁয়েছেন বেয়ারস্টো। সিরিজে এ পর্যন্ত আদিল রশিদ নিয়েছেন ১৯ উইকেট। প্রথম ইনিংসে অভিষেকে সেঞ্চুরি করেছেন কেন্টন জেনিংস (১১২)। এসব ব্যক্তিগত প্রাপ্তিতে কী কুকের স্বস্তি মিলবে? মিরপুর টেস্টে হেরে বাংলাদেশের সঙ্গে সিরিজ ড্র করার পর ভারতে এক ম্যাচ আগেই সিরিজ শেষ। ইংল্যান্ড তারকার নেতৃত্ব যায় অবস্থা। অনেকে পরের টেস্টেই জো রুটকে দায়িত্বে দেখতে চাইছেন!
×