ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিউই চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত রুবেল

প্রকাশিত: ০৬:২৩, ১৩ ডিসেম্বর ২০১৬

কিউই চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত রুবেল

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ মুহূর্তেই সুযোগটা পেয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত ২২ জনের প্রাথমিক স্কোয়াডে নাম ছিল না। ছিলেন ৯ জনের স্ট্যান্ডবাই তালিকায়। তবে সদ্যসমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) প্রায় শেষ পর্যায়ে ফর্মের তুঙ্গে থাকা পেসার মোহাম্মদ শহীদ ইনজুরিতে পড়েন। সে কারণে শহীদের বিকল্প হিসেবে পেসার রুবেল হোসেনকে অস্ট্রেলিয়াগামী প্রাথমিক দলে নেয়া হয়। তবে সবাই চলে গেলেও ভিসা জটিলতার কারণে যাওয়া হয়নি রুবেলের। তবে সোমবার রাতেই ভিসা জটিলতা কাটিয়ে সিডনির বিমান ধরেছেন এ ক্রিকেটার। এর মাঝে অনুশীলন করছেন নিজের মতো করে। সোমবার মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে জানালেন নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি। গত বিশ্বকাপে কিউই ভূমিতে ভাল বোলিং করার স্মৃতিটা এবং এবার বিপিএলে ছন্দে ফেরার কারণে এ আত্মবিশ্বাস পেয়েছেন বলে দাবি করেছেন এ পেসার। রুবেলের মতোই শেষ মুহূর্তে দলের সঙ্গে যোগ হওয়া বিপিএলের চমক, ওপেনার মেহেদী মারুফই একই কারণে যেতে পারেননি। চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের হয়ে সব ম্যাচই খেলেছেন অপরিহার্য ব্যাটসম্যান হিসেবে। ধারাবাহিকভাবে রান করে সবার নজরও কেড়েছেন দারুণ আক্রমণাত্মক মেজাজের কারণে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দল বা স্ট্যান্ডবাই কোনটাতেই ছিলেন না তিনি। কারণ বিপিএলের আগেই দল ঘোষণা করা হয়েছিল। কিন্তু বিপিএলে ভালো খেলার পুরস্কার হিসেবে অস্ট্রেলিয়ায় জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে থেকে অনুশীলনের সুযোগ পেয়েছেন এ ডানহাতি মারকুটে ওপেনার। একইভাবে রুবেলও সুযোগ পেয়েছেন। অবশ্য স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন তিনি। দীর্ঘ ইনজুরি কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরেছিলেন রুবেল। কিন্তু বাজে নৈপুণ্য দেখানোর কারণে ছিটকে যান ইংল্যান্ড সিরিজে। বিপিএলের প্রথমদিকেও তেমন সুবিধা করতে পারেননি। তবে মাঝ সময়ে নিজের পুরনো অবস্থাকে ফিরে পেয়েছেন। ১২ ম্যাচে ১৫ উইকেট শিকার করে আরেকবার নির্বাচকদের বিবেচনায় আসেন। শহীদ ইনজুরিতে পড়ার কারণে তাই কপাল খুলেছে রুবেলের। তবে টেকনিক্যাল কারণে সবার পরে সোমবার রাতে যেতে হয়েছে অস্ট্রেলিয়ায়। ৮ ও ১০ তারিখে দুই ভাগে বাকি ক্রিকেটাররা চলে গেছে অস্ট্রেলিয়ায়। এ বিষয়ে রুবেল বলেন, ‘অবশ্যই মিস করছি। কারণ আমাদের সব খেলোয়াড়ই চলে গেছে। আমরা হয় তো আজকালের মধ্যে চলে যাব। সবাই ওখানে অনুশীলন করছে। ওইখানে আমরাও কয়েকদিন অনুশীলন করলে আমাদের জন্য ভাল হতো।’ অবশ্য এ কারণে বসে নেই রুবেল। অনুশীলন করছেন নিজে থেকে একাডেমিতে। আবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে খেলার অভিজ্ঞতাও আছে। চ্যালেঞ্জ নিতে সেজন্য প্রস্তুত হয়েই আছেন মানসিকভাবে। এ কারণে রুবেল বলেন, ‘নিউজিল্যান্ডের কন্ডিশনে আমি খেলেছি। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের খেলা দেখছেন আপনারা। ওখানকার কন্ডিশনে এখন বোলিং করাটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আমাকে নিতে হবে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডে পেস বোলারদের জন্য সব সময় সহায়তা থাকে। ওই জোর নিয়েই আমরা যারা পেস বোলার আছি তারাও যাচ্ছি।’ প্রথমে ঘোষিত দলে না থাকলেও শহীদের ইনজুরিতে ফিরেছেন। কিন্তু এ বিষয়ে তিনি বলেন, ‘যে কয়দিন অস্ট্রেলিয়াতে থাকব ভাল মতো অনুশীলন করব মনোযোগ দিয়ে। নিউজিল্যান্ডে ম্যাচ খেলার যদি সুযোগ পাই অবশ্যই ভাল খেলার চেষ্টা করব। বিপিএলটা আমার জন্য বড় একটা বিষয় ছিল। ধারণা ছিল ভাল পারফর্ম করলে হয় তো আমাকে নিতেও পারে। বেশিরভাগ ম্যাচে আল্লাহর রহমতে ভাল ছিল। বিপিএলে আমি যে রকম রিদমে ছিলাম আমার কাছে মনে হয়, আমি ঠিক আছি। মনে হয় আগের জায়গায় আসতে পারছি। প্রধান হচ্ছে আত্মবিশ্বাস। কয়েকটা ম্যাচে যদি রিদম নিয়ে বোলিং করা যায় আত্মবিশ্বাস চলে আসে। আমার কাছে মনে হয় আমরা আত্মবিশ্বাস আল্লাহর রহমতে ভাল আছে। এটা এখন মাঠে প্রমাণ করতে হবে আমাকে।’ রুবেল জানিয়েছেন যেকোন ফরমেটের ক্রিকেটেই খেলার সুযোগ পেলে পারফর্ম করার দিকেই মনোযোগ থাকবে তার। সেজন্য কঠোর প্রচেষ্টা চালানোর প্রত্যয় জানিয়েছেন।
×