ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জবি শিক্ষক সমিতির নতুন সভাপতি প্রিয়ব্রত পাল সম্পাদক আবদুল বাকী

প্রকাশিত: ০৬:১৬, ১৩ ডিসেম্বর ২০১৬

জবি শিক্ষক সমিতির নতুন সভাপতি প্রিয়ব্রত পাল সম্পাদক আবদুল বাকী

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. প্রিয়ব্রত পাল এবং সাধারণ সম্পাদক পদে প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সহ-সভাপতি পদে সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ, কোষাধ্যক্ষ পদে সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সহকারী অধ্যাপক মোঃ আব্দুস সালাম নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রভাষক শাহ্ মোঃ আরিফুল আবেদ, সহকারী অধ্যাপক কিশোর রায়, সহকারী অধ্যাপক কাজী সাবরিনা রহমান, অধ্যাপক মোঃ মামুনুর রশীদ শেখ, সহকারী অধ্যাপক শবনম শারমিন লুনা, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজ, অধ্যাপক সহকারী অধ্যাপক খন্দকার তানভীর হোসেন, প্রভাষক মোহাম্মদ রেজাউল হোসাইন, সহকারী অধ্যাপক জেলিনা সুলতানা এবং প্রভাষক কাজী ফারুক হোসেন সদস্য পদে নির্বাচিত হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন-২০১৭-এর প্রধান নির্বাচন কমিশনার ও ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ছগীর হোসেন খন্দকার ফলাফল ঘোষণা করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন। ডিইও ’১৬/বি ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে সোমবার ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ২০১৬/বি ব্যাচের নবীন কর্মকর্তাদের শীতকালীন কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল, প্রধান অতিথি থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এর মধ্য দিয়ে নৌবাহিনীর ২০১৬/বি ব্যাচের ১৫ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার স্বল্পমেয়াদী প্রশিক্ষণ শেষে র‌্যাংক ব্যাজ পরিধান করেন। ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০১৬/বি ব্যাচ থেকে ডাইরেক্ট এন্ট্রি অফিসার শেখ সাইদুজ্জামান প্রশিক্ষণে সকল বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারী ‘শ্রেষ্ঠ চৌকস ডাইরেক্ট এন্ট্রি অফিসার’ হিসেবে ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্বর্ণপদক’ প্রাপ্ত হন। ডিইও ২০১৬/বি ব্যাচের কুচকাওয়াজে চট্টগ্রাম নৌঅঞ্চলের উর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষা সমাপনী ব্যাচের ডাইরেক্ট এন্ট্রি অফিসার ও মিডশিপম্যানদের অভিভাবকবৃন্দ উপস্থিত থেকে মনোজ্ঞ এ কুচকাওয়াজ উপভোগ করেন। Ñআইএসপিআর রাজধানীর আরও চার এলাকায় সিসি ক্যামেরা বসানো হবে স্টাফ রিপোর্টার ॥ গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার নিরাপত্তা বিধানে আরও ৫শ’ ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হবে। নতুনভাবে এসব ক্যামেরা স্থাপন করা হলে তা উক্ত এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশবাহিনীকে আরও বেশি সক্ষমতা এনে দেবে। সোমবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর উদ্যোগে নগর ভবনে এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সংস্থাটির মেয়র আনিসুল হক এ তথ্য জানান। এ সময় ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উপসচিব হলেন আইন মন্ত্রণালয়ের নয় কর্মকর্তা বিশেষ প্রতিনিধি ॥ আইনমন্ত্রণালয়ের নয় কর্মকর্তাকে উপসচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতি পাওয়া লেজিসলেটিভ ড্রাফটিং-এর এই কর্মকর্তারা হলেন মোহাম্মদ আরিফুল কায়সার, মোঃ মাহবুবুর রহমান, মোছাঃ জান্নাতুল ফেরদৌস, মোঃ মুনিরুজ্জামান, মোহাম্মদ আসাদুজ্জামান নূর, এস. এম. শাফায়েত হোসেন, জি. এম. আতিকুর রহমান জামালী, ড. খালেদা পারভীন এবং মোহাম্মদ আব্দুল হালিম।
×