ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হাত খরচের টাকায়

প্রকাশিত: ০৬:০৪, ১৩ ডিসেম্বর ২০১৬

হাত খরচের টাকায়

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে পুরবি সিংভুম জেলার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মন্দিরা। সে তার বাবার দেয়া হাতখরচের টাকা জমিয়ে রাখত। জমানো এই টাকা সে জেলার পটকা ব্লকের গরিব মানুষের জন্য টয়লেট নির্মাণে ব্যয় করেছে। ২০১৯ সালের মধ্যে ভারতকে পরিষ্কার পরিচ্ছন্ন আবাসভূমি হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে অনুপ্রাণিত হয় ছোট্ট মন্দিরা। এরপর সে মানবসেবামূলক কাজে নেমে পড়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি স্যানিটেশন কনফারেন্সে তাকে সংবর্ধনা দেয়ার পর বলেন, আমি খুব খুশি যে, একজন স্কুলছাত্রী তার জমানো হাত খরচের টাকা টয়লেট নির্মাণে ব্যয় করেছে। সে আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। মন্দিরা চট্টপাধ্যায় স্যানিটেশনে তার অবদানের স্বীকৃতিস্বরূপ রাজ্য সরকারের কাছ থেকে স্যানিটেশন চ্যাম্পিয়নের সনদ লাভ করে। সে অনুষ্ঠানে জানায়, আমি ২০১৪ সালের শেষ দিক হতে হাতখরচের টাকা জমাতে শুরু করি এবং ১২ মাসের বেশি সময়ে ২৪ হাজার রুপী সঞ্চয় করি। এই টাকার একটি অংশ দিয়ে পটকা ব্লকে হুদকো বাঁধের কাছে একটি গ্রামে টয়লেট নির্মাণ করি। সে আরও জানায়, জমানো টাকার বাকিটা দিয়ে একই এলাকায় আরও একটি টয়লেট নির্মাণ করবে। ঝাড়খণ্ডের এই কিশোরীর বক্তব্য, আমি আমার কাজ অব্যাহত রাখতে চাই এবং আমার সহপাঠীদের একই কাজ করতে অনুরোধ করি। মেয়েটির বাবা অনুষ্ঠানে জানায়, তার মেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে বিশেষ যতœবান। -টাইমস অব ইন্ডিয়া
×