ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাঈদীর ভিডিও ফুটেজ

কুয়াকাটায় ফেসবুকে কুকুরের মাংস ও বহু স্পর্শকাতর ছবি পোস্ট

প্রকাশিত: ০৬:০২, ১৩ ডিসেম্বর ২০১৬

কুয়াকাটায় ফেসবুকে কুকুরের মাংস ও বহু স্পর্শকাতর ছবি পোস্ট

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১২ ডিসেম্বর ॥ ‘নিউজ কুয়াকাটা’ নামের একটি ফেসবুক আইডি যেন বর্তমান সরকারের পেছনে লেগেছে। মনে হচ্ছে এই ফেসবুক আইডি সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষকে ক্ষেপিয়ে তোলার মিশন নিয়ে মাঠে নেমেছে। বিষয়টি সোমবার কলাপাড়া উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভায় উত্থাপন করা হয়। ওই আইডির একটি প্রিন্ট কপি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমানের কাছে পেশ করা হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। জানা গেছে, এদের কর্মতৎপরতার প্রায় সবই স্পর্শকাতর ও উস্কানিমূলক এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মানসিকতা তৈরিতে অন্যকে উদ্বুদ্ধ করার মতো। এই ফেসবুকে প্রকাশিত বিভিন্ন চিত্র রয়েছে। যেমন- রাতের আঁধারে কুকুর জবাই করার দৃশ্য। একই ছবিতে কুকুরের চামড়া ছুলে মাংস বের করা হচ্ছে। এমনকি দেখা যাচ্ছে ওই মাংস রান্নার পর পরিবেশনের অপেক্ষায় রাখা আছে।...আর উপরে ক্যাপশনে লেখা- এভাবে কুকুরের মাংস বিক্রি করা হচ্ছে হোটেলগুলোতে। কিন্তু এসব দৃশ্য কোথাকার তা উল্লেখ নেই। আরও রয়েছে মিয়ানমারের অসংখ্য ছবি...যেখানে ফুটে উঠেছে শুধু নৃশংসতা। এছাড়া সরাসরি না দেখার মতো বহু দৃশ্য তো আছেই। এসবের সঙ্গে রয়েছে যুদ্ধাপরাধীর মামলায় আমৃত্যু দ-প্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর একটি ভিডিও ফুটেজ। যার উপরে লেখা সাঈদীর কিছু হলে...। যেখানে একটি গানও সংযোজিত। যার প্রথম লাইনটি...‘মাওলানা সাঈদীর গলে রশি দিলে, বিশ^ মুসলমান তোরে খাইবে গিলে।’ সরকারকে উদ্দেশ করে এসব কথা বলা। এমন সব স্পর্শকাতর আর বীভৎস ছবিতে ভরপুর। গা শিউরে ওঠার মতো এমন শত শত ছবি পোস্ট করা হয়েছে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
×