ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চবি হলের পাশ থেকে দিয়াজের সার্টিফিকেট উদ্ধার

প্রকাশিত: ০৬:০২, ১৩ ডিসেম্বর ২০১৬

চবি হলের পাশ থেকে দিয়াজের সার্টিফিকেট উদ্ধার

চবি সংবাদদাতা ॥ মৃত্যুর ২১ দিন পর চবির শাহ আমানত হল থেকে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর বাবার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ও তার নিজের স্নাতকের সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে সার্টিফিকেট দুটি হলের পূর্ব পাশের ডাইনিংয়ের দক্ষিণে পানির ট্যাংকির পাশ থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে হলের এক কর্মচারী ঝাড়ু দেয়ার সময় ডাইনিংয়ের পাশে খোলা জায়গায় সার্টিফিকেটগুলো দেখতে পান। অনেক ছেঁড়া কাগজের ওপর সার্টিফিকেট দুটি পড়েছিল। এসময় ওই কর্মচারী সার্টিফিকেটগুলো হলের কোন শিক্ষার্থীর হবে ভেবে অফিস সহকারী মিজানের কাছে জামা দেন। পরবর্তীতে অফিস সহকারী মিজান বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ ও প্রক্টর আলী আজগর চৌধুরী এসে সার্টিফিকেট দুটি উদ্ধার করেন। পরে সেগুলো প্রক্টোরিয়াল বডির জিম্মায় রাখা হয়। এ বিষয়ে চবি প্রক্টর আলী আজগর চৌধুরী জানান, সার্টিফিকেট পাওয়ার খবর পেয়ে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে। পরবর্তীতে তারা সেগুলো আমাদের জিম্মায় রেখে যায়। সার্টিফিকেটগুলো এখানে কিভাবে এলো সে বিষয়ে পুলিশ তদন্ত করে বের করবে। চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মোকাদ্দেস মিয়া জানান, সার্টিফিকেট পাওয়ার খবর পেয়ে আমি এবং প্রক্টর স্যার গিয়ে সেগুলো উদ্ধার করি। আমরা ধারণা করছি, সকালেই কেউ সার্টিফিকেটগুলো সেখানে এনে রেখেছে। কারণ, রাতে রাখলে সেগুলো কুয়াশায় ভিজে যেত।
×